আমাদের কথা খুঁজে নিন

   

আজ বিকাল তিনটায় লেকের পাড়ে।

ভালো থেকো ফুল মিষ্টি বকুল ভালো থেকো আজ সব গুলো সিগারেট ছুড়ে ফেলে দিব সুন্দর কোন ডাস্টবিনে। আজ নাস্তার টেবিলে থাকবে শুধু এক পিস পাউরুটি। সাথে কিছু সবজি হলে হতে পারে, ডিমের কুসুম থাকবেনা মোটেও। আজ মুটিয়ে যাওয়া যাবেনা কোনভাবেই। আজ রিক্সায় অফিস যাব, আজ পায়ের উপর পা তুলে গুন গুন গান গাইতে গাইতে যাব।

ঘামে ভিজে লোকাল বাসে আজ শার্ট নস্ট হতে দেবনা। আজ আমার কলিগ শায়লার দিকে ফিরেও তাকাব না। আজ ম্যাডামের চোখে চোখ রেখে শুধু বলব তিনটায় ছুটি চাই,না হলে আগামিকালই রিজাইন। আজ লেকের পাড়ে নানীর দোকানে চা খাওয়ার আগেই টাকা দিব। নানীকে বলব দুধ চিনি কম পারলে শুধু লিকার।

আজ বিকাল তিনটায় নানীকে চোখ টিপ দিয়ে বলব দ্যাখোতো নাত বউ কেমন লাগে; সাথে সাথে সে তো লজ্জায় হবে লাল। আজই আমাদের প্রথম দেখা কিনা! বিকাল তিনটায় লেকের পাড়ে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।