আমাদের কথা খুঁজে নিন

   

উড়াল.........Udaan

১৭ বছরেরর রোয়ানকে নীল ছবি দেখার অপরাধে সিমলার স্বনামধন্য বোর্ডিং স্কুল বিশপ কটন স্কুল থেকে বহিস্কার করা হয়েছে। মা মারা যাওয়ার পর বাবা নতুন বিয়ে করায় বোর্ডিয়ে দেয়া হয়েছিলো তাকে। দীর্ঘদিন পর জামশেদপুরে বাড়ি ফিরে দেখলো সৎ মা বাড়ি ছাড়লেও থেকে গেছে অর্জুন নামের সৎ ভাই, যে যানতোও না ১১ বছরের বড় তার একটা ভাইও আছে। .......................... ঘটনায়-দুঘটনায় রোহানকে বাবার কারখানায় কাজ শুরু করতে হয়। ইনজিনিয়রিং পড়া শুরু করে নতুন কলেজে।

কিন্তু তার ইচ্ছা লেখক হবে। বাবার অত্যাচার এবং নতুন বিয়ের খবরে ছোট ভাইকে নিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে বাড়ি ছাড়ে। ২০১০ সালে অনুরাগ কৈসসাপ তার নিজের জীবনের কাহিনি নিয়ে সঞ্জয় সিং রনি স্ক্রুওয়ালার সাথে এই ছবি তৈরি করেন। বিক্রমাদিত্য মোটওয়ানে ছবিটির পরিচালনায় আছেন। ক্যানেস ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবি পুরস্কারও পেয়েছে।

যতিও বক্ষ অফিস নাড়া দিতে পারেনি। সুযোগ পেলে আপনারাও দেখতে পারেন..... কাল ভারতীয় একটা চ্যানেলে দেখে ভালো লেগেছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।