আমাদের কথা খুঁজে নিন

   

জানোয়ারটার টুঁটি পাড়া দিয়া ধইরা, কলিজা ছিড়া ফালাইতে ইচ্ছা করতেছে (কোথপোকথন !!!! তার সাথে (৩য় পর্ব) )

সখা, নয়নে শুধু জানাবে প্রেম, নীরবে দিবে প্রাণ, রচিয়া ললিতমধুর বাণী আড়ালে গাবে গান। গোপনে তুলিয়া কুসুম গাঁথিয়া রেখে যাবে মালাগাছি। এই ব্লগের©শান্তির দেবদূত।

অনেকেই জানেন যে আমি কোথপোকথন !!!! তার সাথে (১ম , ২য়) শিরোনামে একটা হালকা রসাত্মক একটা সিরিজ লিখছি। আসলে আমার হুবু বৌ এর সাথে মোবাইলে যে সব কথাবার্তা, মান অভিমান, খুনশুটি হয় তাই আপনাদের সাথে সেয়ার করি।

কিন্ত আজকের পর্বে কোন হাস্য রসাত্মক কিছু নেই, প্রচন্ড ক্ষোভ থেকে লিখাটা লিখছি , রাগে আমার মাথার তালু টগবগ করে ফুটছে। যাই হউক, মূল ঘটনায় আসি। দুপুরের দিকে তার ফোন, হ্যালো ? কোন জবাব নেই ! শুধু ফুঁপানোর আর থেমে থেমে নাক টানার শব্দ। কানতে কানতে কি বললো বুঝতে বেশ কষ্ট হলো,তবে বুঝতে পারলাম আমাকে ফোন ব্যাক করতে বললো। নির্ঘাত সাংঘাতিক কিছু হয়েছে, তা না হলে ওর মত শক্ত মেয়ের (অন্তত পক্ষে আমার সামনে) কান্না করার কথা না।

১০/১২ মিনিট পরে ফোন করলাম (ওকে একটু স্বাভাবিক হওয়ার সময় দিলাম আর কি)। কি ব্যাপার, কান্না করছো কেন ? আজকে আইটেম কার্ড পরীক্ষা ছিলো। যে স্যার ভাইভা নিছে সে একটা অসভ্য জানোয়ার। কেন ? কি বলছে ? প্রথমেই আমাকে জিজ্ঞেস করলো, " তোমার বিয়ের হয়েছে ? " মনে মনে বললাম, ইতর কোথাকার আমার বিয়ে হইছে কি হয় নাই এটা তোর জানার কি দরকার ?" মুখে বললাম, না স্যার হয়নি। বিশ্বাস কর, এই কথা শুনে অসভ্যটা কি নোংরাভাবে যে একটা হাসি দিলো না দেখলে বিশ্বাস করবা না।

তারপর ? তারপর, আমার কানের কাছে মুখ এনে জানোয়ারটা বললো, "বিয়ে হয় নাই বিয়ে হবে, বাচ্চা হয় নাই বাচ্চা হবে, কি হবে না ? হবে না ?" বিশ্বাস কর এমন কুৎসিত ভাবে কথাগুলো বললো যে আমার গা ঘিন ঘিন করে উঠেছিলো। তারপর আমি একটু পিছনে সরে গেলাম। তারপর ? তারপার, শয়তানটা হঠাৎ , "দেখি তোমার পাল্স দেখি বলে আমার হাত চেপে ধরলো। " এতক্ষন অনেক কষ্টে সহ্য করেছি কিন্তু এইবার আমার চোখ টল টল করে উঠলো। তা দেখে শয়তানটা বললো, "ঠিক আছে তোমার ভাইভা শেষ, তুমি যাও" আমি বললাম, তোমার হাত ধরলো আর তুমি কষে একটা চড় মারলেনা কেন ? টিচাররা ওয়ার্ডের সময়, ভাইভার সময়, প্রেক্টিকেল পরীক্ষার সময় স্টুডেন্টদের পাল্স দেখে এবং দেখায়, কিন্তু তার আগে স্টুডেন্টের পারমিসন লাগে।

এইখানে আমার কিছুই করার ছিলোনা। গত বছর আমাদের ক্লাসের একটা মেয়ে শুধু মাত্র এই স্যারের সাবজেক্টে ফেল করেছিলো শুধুমাত্র স্যারের সাথে বিয়াদবি ( আসলে ঐ টাই উচিৎ ছিলো ) করার কারনে। তার শেষের কথাটা আমার বুকে তীরের মতো এসে লাগলো, ----------"তুমি তাড়াতাড়ি এসে আমাকে বিয়ে করে নিয়ে যাও, আমার আর ভালো লাগতেছেনা পড়াশুনা " -------------------------------------------------------------------- কোথপোকথন !!!! তার সাথে ----- ১ম ২য়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।