আমাদের কথা খুঁজে নিন

   

'কাতারে বিশ্বকাপের সিদ্ধান্ত ভুল ছিল'

গ্রীষ্মে মধ্যপ্রাচ্যের দেশটিতে তাপমাত্র ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে বলে সেখানে বিশ্বকাপ আয়োজনের সমালোচনা করেছে অনেক দেশের ফুটবল সংস্থা। এর আগে ব্লাটার বিশ্বকাপের সময়টা শীতকালে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন।
ইনসাইড ওয়ার্ল্ড ফুটবল ডটকমকে দেয়া এক সাক্ষাতকারে ৭৭ বছর বয়স্ক ব্লাটার কাতারে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়ে বলেন, "সে সময় আমরা হয়তো একটা ভুল করেছিলাম। "
তবে বিশ্বকাপ আয়োজক নির্বাচনে রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক বাস্তবতাও মাথায় রাখতে হয় বলে জানান তিনি।
"আমাদের মানতে হবে যে, ফুটবল এখন শুধু ইউরোপ আর দক্ষিণ আমেরিকার খেলা নয়।

এটা বিশ্ব ক্রীড়া হয়ে উঠেছে, বিশ্বের সব জায়গায় কোটি কোটি ভক্ত প্রতি সপ্তাহে যার খোঁজ রাখে। "
ব্লাটার এখন আশা করছেন আগামী মাসে ফিফা এক্সিকিউটিভ কমিটির বৈঠকে তার শীতকালে কাতার বিশ্বকাপ সরিয়ে নেয়ার প্রস্তাব গৃহীত হবে।
"তা যদি হয়, তবে আমাদের তখন আন্তর্জাতিক সূচি যাচাই করে দেখতে হবে এ পরিবর্তনের ফলে তাতে কি প্রভাব পড়ে। "
শীতে বিশ্বকাপ আয়োজন করলে ইউরোপীয় লিগগুলোর সমস্যা হয় বলে সাধারণত গ্রীষ্মেই বিশ্বকাপ হয়।
২০১০ সালে ফিফার ২২ সদস্যের নির্বাহী কমিটির ভোটে দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে কাতার বিশ্বকাপের আয়োজক দেশ হওয়ার সুযোগ পায়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।