আমাদের কথা খুঁজে নিন

   

= স্বপ্নের ক্যানভাসে জ্বলে আগুন

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

অসহায় যন্ত্রণা বেজে উঠে বুকের চৌকাঠে শব্দগুলো করাতের মত কেটে যায় অনুভব যেমনি বুক চিরে খণ্ড গজায় অখণ্ডিত কাঠে সমগ্র ভূতলে জমানো থাকে তুষেরা সব পৃথিবী দুলে উঠে যেন ঝুলানো কাঁচের গোলক তারায় তারায় দু'চোখে তখন দারুন উল্কাপাত অস্তিত্বের প্রশ্নে ক্রমশঃই হয়ে উঠি অন্য লোক সহস্রাব্দের সীমান্তে; দেখে তোমাদের ধারাপাত হৃদয়ে জ্বলে উঠে জাহান্নামের আগুন আমি জ্বালিয়ে দেব অস্থিকাটা তুষের গুদাম ভাঙ্গবো কাঁচের গোলক, আঁকবো নতুন ফাগুন আমি বৃষ্টি ঝরাবো, রক্তে শোধিবো দাম রক্তের ফোয়ারা যদি শুকিয়ে যায়, যাক তপ্ত মরুভূমি হোক এ বুকের চৌকাঠ জ্বলুক আগুন, যন্ত্রণা ছাই হয়ে নিস্কৃতি পাক গগণাভিমুখী শোর তুলে কালেমা করুক পাঠ... মাঝে মাঝে দুঃসহ ক্লান্তি আমায় ঘিরে অবচেতনায় হারাই নিজের মাঝে স্বপ্নগুলো তবু বারে বারে আসে ফিরে ক্যানভাস তুলে ফের তুলির আঁচড় বসাই সকাল-সাঁঝে... ২৫.০২.২০০৮ মদীনা মুনাওয়ারা, সউদী আরব। ছবি: নিজস্ব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।