আমাদের কথা খুঁজে নিন

   

ভাই আমার অ্যালার্জি নাই আপনার ভালোর জন্যঃ তিরবুজ ভাইয়ের কাছে একটা অনুরোধ

পাগলা ছেলের... আউলা ব্লগ... যা বুঝি তাই লিখি... মাথা কম ঘামাই

ভাই , আপনি অনেক আগে থেকেই এই ব্লগে সমালোচিত ও আলোচিত ব্যাক্তি আপনাকে নিয়া নতুন কইরা সমালোচনা করার কিছু নাই। যা করার পাব্লিকে করে ফেলেছে... যাই হোক কয়েকজন ব্লগার আছে যাদের কাজ কর্ম মানুষ একদমই পছন্দ করেন না আমার মনে হয় আপনি সেই টাইপের একজন... যদিও ব্যাক্তিগত জীবনে আপনি কেমন আমি খুব ভালো করে জানি না বা জানার আগ্রহ নেই... তারপরেও আপনি প্রথম থেকেই নিজের চরিত্র সেইভাবেই ফুটিয়ে তুলেছেন তাই আপনাকে নিয়ে আজ এত বিড়ম্বনা! তবে আমি একটা জিনিস খুব খেয়াল করলাম আমার কিন্তু আগেই বইলা রাখছি কুনো এ্যালার্জি নাই তারপরেও আমি দেখতেছি আপনের সামনে আরো বড় বিপদ... নতুন বিতর্কিত বিষয় নিয়া আপনি পোস্ট দিবার সাথে সাথে নতুন বিড়ম্বনায় পড়বেন... সুতরাং একটু সাবধানে থাকবেন... আর দরকার কি রবি ঠাকুরের কাহিনী নিয়া আপনার প্যাচ প্যাচ করার... কিছু কিছু মানুষ আছে বুঝছেন নজরুল ইসলাম কে খুবই পছন্দ করে আর রবী ঠাকুরকে দেখতেই পারে না... সাধারণত কট্টোর পন্থি পাব্লিকদের মন মানুসিকতা এমন হয়... আপনার কথা বার্তায় কিন্তু সেই জিনিসটাই প্রকাশ পায়... যে আপনি রবী ঠাকুরকে দেখতে পারেন না... আপনার এখনো সেই আক্রোশ আছে কেন নজরুলকে বিশ্ব কবি করা হইল না... তাই না ভাই?? যাই হোক আমি বিতর্কে যেতে চাই না আমার কাছে ২ জনই খুব ভালো অবদান রেখেছেন বাংলা সাহিত্যে ব্যাস এতটুকুই তো যথেষ্ঠ তাই না... খুচিয়ে খুচিয়ে এক একজনের ভুল বাহির করে ব্লগে প্যাচাল পাড়ার কোন দরকার নাই... আজিরা গালি খাইবেন কঠিন গালি খাইবেন... তার চে রবীন্দনাথ চুরি করলে করছে সেইডা নিয়া মাথা ঘামায়েন না এইসব নিয়া অনেক ব্লগার আপনাকে সেদিন বুঝাইছে যেইটাকে আপনি চুরি বলতাছেন সেইটা চুরি না তাও আপনি বুঝবেন না... ত্যাড়ামি করবেন কারণ একটাই আপনি চান না ব্লগে শান্তিতে আপনি থাকতে পারেন... আপনার নিজেরই ১০০০ রকমের এ্যালার্জি মানুষকে বইলা লাভ নাই... আমার কথা ভালো লাগলে ভাইবা দেইখেন না ভালো লাগলে মাইনাচ দিয়া যায়েন... তিরভুজ ভাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।