ভালবাসা নিম্নগামী যার ব্যাথা তার অন্তর বুঝে সংগীত উৎসর্গঃ আমার প্রিয় কবি মুহম্মদ কামরুল হাসানকে যার ব্যাথা তার অন্তর বুঝে অন্যে কি আর বুঝে ব্যাথার ঔষধ দিতে পারে ব্যাথার কবিরাজে। বন্ধু আমার দেশ ছাড়িয়া গেল আমায় ফেলে কেঁদে কেঁদে বুক ভাসাবো পুড়া চোখের জলে। কেমনে পাব বন্ধুর খবর কি করবো আর ভজে। যার ব্যাথা তার অন্তর বুঝে অন্যে কি আর বুঝে। কত সুন্দর জীবন ছিল স্বপন ভরা চোখে গলা ছেড়ে গান গাইতাম হাসি ভরা মুখে ভোরে আমার ঘুম ভাঙ্গিতো নুপুরের আওয়াজে। যার ব্যাথা তার অন্তর বুঝে অন্যে কি আর বুঝে। সোনার ময়না পাখী আমার গেছো কত দূরে একবার বন্ধু বুকে নেওনা বান্ধ বাহু ডোরে। কোহিনূরের প্রেমের ধরণ লাগে না যে কাজে যার ব্যাথা তার অন্তর বুঝে অন্যে কি আর বুঝে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।