ভাল আছি ভাল থেকো
নিজের পরিচয় জেনে যায়
যদি আলো ,তাই চোখ
বুজে হাতরে বেড়াই পথ।
হয়তবা চোখের সামনে
তুলে দিবে আলো
ছলনার ছবি
তাই মেঘ ডাকি বার বার
ঝরে যাক চোখের জলও
সেই সাথে,
পৃথিবীর গভীরে।
কে আছে অপেক্ষায়!
কে কাঁদে মিহি লয়ে!
কেইবা সুর ধরে নিষিদ্ধ
নাম ধরে!
ডেকে যায় ডাকার যে
আমি চলি, বন্ধ চোখে
অন্ধকারে গ হ্বরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।