যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।
এ যাবৎকালে সৃষ্টি করেছি যা
এর সবগুলোই শিশুশিক্ষার প্রথম পাঠ
শিশুটি আমি নিজেই
আর পাঠগুলো অপরাপর থেকে ঋণ করা
চুরি করা বললেও পুরোটা বলা হয় না
এই যে প্রচেষ্টা, সেটাই একান্ত আমার
হা হা হা এটাও মিথ্যাই বলা হবে
আসলে মিথ্যা বলাই শিখছি এতকাল ধরে
এবং পারছিনা ভালো করে
তাইতো কবি হতে চাইছি
মিথ্যাগুলোকে স্নাতক পর্যন্ত পড়ানোর আকাঙ্খা শৈশব থেকেই
দরিদ্র দেশে জটিল উচ্চাভিলাস নি:সন্দেহে
একটু একটু করে শিশুটিকে বড় করে তোলা
নিজের ভেতরে খুব একটা মাতাপিতা ভাব
এবং আরেকটি শিশুতোষ আকাঙ্খা
কিই বা করার আছে এই দেবালয়ে
যখন প্রায় সকলেই বয়স্ক, ঐ দূর ঈশ্বরের মতন
কিই বা করার আছে এখানে আকাঙ্খিত না হয়ে
যখন সকলেই মহীরূহ আর একেকটা প্রাজ্ঞ নাট্যজন
তাই মিথ্যা বলাই শিখছি এতকাল ধরে
এবং পারছিনা ভালো করে
তাই আরেকটি মিথ্যা আকাঙ্খই ধরে আছি এতকাল ধরে
অন্তত একটি সার্থক মিথ্যা জন্ম নেবে কোনদিন আমার এ কোল জুড়ে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।