হাতের লেখা ভালো, চেহারা ভালো না
আমি ব্যাটা অনির্বাণ অনেক দিন পর ব্লগে আসলাম। চিন্তা করছি যতদিন ওজন ৫৬ কি ৫৭ না হচ্ছে ততদিনে আমি কোত্থাও যাবোনা। কি হবে গিয়ে? মা অসুস্থ বলে কিছুদিন ইসলামী ব্যাংক হাসপাতাল, বরিশাল শাখায় যাওয়া আসা ছিল। একটা সিনিয়র সিস্টারকে বেশ ভালই লাগছিল। সুযোগ পেলেই তাকে দেখে আমি মিষ্টি করে হাসতে চেষ্টা করতাম।
সিস্টারর বেরসিক টাইপের বলে হাসির রিপ্লে করতোনা, হয়তো করতেই জানতোনা। ওরকম খাটো মেয়ে হাসলে যে খুব একটা ভাল দেখাবে তাও সত্য করে বলা যায়না।
মধ্যে একদিন বাড়িতে এসে ওজন মেপে গেলাম। ৫১ কেজি ৪০০ গ্রাম। ন্যাংটা হয়ে ওজন দিলে ৪০০ গ্রাম কমবে হয়তো।
চিন্তা করলাম ৫১ কেজি ওজন নিয়ে সিস্টারের দিক তাকানোই উচিত হয়ণি। আমি আর কোনদিন সিস্টারদের দিকে তাকাবো না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।