আমাদের কথা খুঁজে নিন

   

মন আমার দেহঘড়ি



চোখের রঙ রঙিন বলেই যদি জলের রঙ নীল মনের ও আছে অনেক রঙ । আমারও ইচ্ছে করে ছুরি কাঁচির আঘাতে তোমার হৃদয় নিয়ে মাতি আমার নাম খুজে বের করার এই ব্যাকুলতা তোমার কাছে আর কিছু নয় ..................................পাগলামি...পাগলামি । চোখের রঙ রঙিন বলেই যদি জলের রঙ নীল মনের ও আছে অনেক রঙ । আমার ও সাধ জাগে তোমার চোখের সবটুকু জমিন নিয়ে ভালোবাসার গোল্লাছুট .... এই আমি কিছুটা হাওয়ায় মাতাল কান্নার রঙে কিছু তার প্রেমি খানিক তার অদ্ভুদ ।। ................. আমি কবিতা লিখতে পারিনা জ্বর টর হলে কইয়েন প্যারাসিট্যামল দিতে পারি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।