আমাদের কথা খুঁজে নিন

   

অথচ তাদেরই দেহে বেগানা নারীর পরশ

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। শাফিক আফতাব মাথা নুয়ে পথ চলি, কেনোনা মাথার উপরে মাথা ; ঝড়বৃষ্টি এলে কে ধরবে ছাতা ; দিনকাল ভালো নয়! যত্রতত্র বোমা ফুটছে, বাসে আগুন, নির্বাসিত ফাগুন, কে কোথায় আবার কী কয়! মানুষের বড় হবার সাধ, আমার যেমন ছিলো কবি হওয়ার সাধ, তারা মূল্যবোধকে নির্বাসন দিয়ে সিংহের মতো গোঁয়ার, সবচে হিংস্রতার স্রোতে তারা বলি দিয়েছে মানবতা কেউ ধর্মের কথা বলে, কেউ উন্নয়ণের কথা বলে কেউ মানবতার কথা বলে কেউ আবার সুপ্ত বৃত্তি বিকাশের কথা বলে অথচ তাদের গ্যাস লাইটেই নৈক্ষেত্রের দোষ, অথচ তাদেরই দেহে বেগানা নারীর পরশ। ২৯.০১.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।