আমাদের কথা খুঁজে নিন

   

অমর একুশের ছন্ন ছাড়া কথারমালা!

ইমরোজ

আমি কোন ভাষা সৈনিক নই। সে সৌভাগ্য বিধাতা আমাকে দেননি। তবে আমার সমস্ত দেহমন তেমনই আচ্ছন্ন হয়ে আছে আমার শ্রেষ্ঠ বাংলা ভাষার লড়াইয়ের দ্রীপ্ততায়। আমি শিখেছি মায়ের অধিকারকে স্পষ্ট করতে। আদায় করতে।

কাল যখন সমস্ত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন "আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো" গানে গানে মুখরিত থাকবে তখন আমি নগ্ন পায়ে নিজের অজান্তে হেটে যাব সমস্ত আবেগে আপ্লুত হয়ে প্রাণের শহীদ মিনারে। বেদীতে আমার ভাই বোনেরা সুন্দর ফুলের কারুকাজে ঢেকে দেবে। আমিও একটি ফুল রেখে আসবো। শুধুই তাঁদের ভালবাসি বলে। ভাষা শহীদদের নামের পাশে একটি ইতিহাস পায়তারা করছে।

বিশ্বনন্দিত ইতিকথা যার শুরু ও শেষ আখ্যান আমার বাংলাদেশে। যদিও আমাদের শহীদ মিনারটি তাজমহলের মত কোন ওয়ান্ডার নয়। তবুও আমি তার এতটুকু দীনতা দেখতে পাইনি কখনও। সেই স্থাপনার পিছনে শুনি হাজার হাজার প্রাণ বলিদান হয়েছে। আর আমরা স্মরণ করি মমতাজ কে।

হায়রে বোকা পৃথিবীর মানুষ। যদি জানতে পৃথিবীর এই প্রান্তে এমনই স্থাপনা আছে যার রডে-সিমেন্টে-রঙ্গে-আলোয়-আলপনায় কত অর্থবহতা সুগন্ধ ছড়ায় তাহলে বলতে না কী তবে এই হোক শ্রেষ্ঠ ওয়ান্ডার? শহীদ মিনার সেই শোকাবহতাকে যেমন ধারণ করেছে, ধারণ করেছে বাঙ্গালী জাতি সত্ত্বা। এর মর্ম বুঝে এমন লোক বিরল। সমস্ত ভাষা শহীদ, সৈনিক, বীরের প্রতি অগাদ ভালবাসা...শ্রদ্ধা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।