আমাদের কথা খুঁজে নিন

   

যখন আকাশ ছুঁয়ে যাই

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

যখন দুঃস্বপ্ন থেকে বিচ্যুত হয়ে আকাশ ছুঁইতে চাই তখনই ঈগলটাকে দেখি গুলিবিদ্ধ হতে গলগলিয়ে রক্ত ভাসছে বাতাসে সাপের মত পেঁচিয়ে পেঁচিয়ে নেমে এল ঠিক আমার উড়ন্ত পাখাতে এরপরে আকাশের মাঝপথে দিকবিদ্বিক ঘুরি মধ্যাকর্ষণরহিত জননেন্দ্রীয় ভেদ করে ফুটে ওঠে স্তন প্রখর লালচোখে তাকানো বাহ্যদহন আমার পৌরুষের একদলা খায়েশে জন্ম দেয় পুরোহিতের তৃষিত সঙ্গম সেখান থেকেই মূলত নক্ষত্রের উদ্ভব জোর্তিময়তায় ছড়ালো দ্যুতি ইশ্বরীর নতুন অক্ষপথে চারিপাশে তখনও আমার ম্লান শবযাত্রার আয়োজন শূণ্যে যাবার পরিক্রমাতে সঙ্গী গুলিবিদ্ধ ঈগল লোকচক্ষুর অন্তরালে এভাবে প্রতিবারই আকাশ যাত্রা বাতিল হয়ে যায় দুঃস্বপ্নের মাঝে কুকড়েমুকড়ে জীবন বেঁচি অথচ ঈগল টের পেয়ে যায় অচিরেই মৃতান্ধকার দিনের মনস্তাপে আবার ফেরাতে নক্ষত্রের স্ফুর্তি দুঃস্বপ্নের আকাশ ছুঁইতে নামি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।