আমাদের কথা খুঁজে নিন

   

দুই বিলিয়ন ট্রানজিস্টরের মাইলস্টোন পেরোলো ইনটেল চিপ



টুকিউয়িলা চিপের মাইক্রোসকপিক কোরএকটি প্রসেসরে যতো বেশি ট্রানজিস্টর ব্যবহার করা সম্ভব হবে, ততো বেশি হবে সে প্রসেসরের ক্লক স্পিড বা প্রসেসিং ক্ষমতা। সমস্যা হলো ট্রানজিস্টরের সংখ্যা বাড়ার সঙ্গে প্রসেসর অনেক বেশি তাপ তৈরি করতে থাকে। সে তাপ নিয়ন্ত্রণ করা না গেলে হাই স্পিড প্রসেসর বানানো সম্ভব নয়। তাই এখন চিপ নির্মাতাদের অন্তত দুটি মেজর ইসু নিয়ে মাথা ঘামাতে হচ্ছে। এক. হাই স্পিড প্রসেসর ও দুই. প্রসেসরের টেমপারেচার নিয়ন্ত্রণের মধ্যে রাখা।

এ হিসেবে একটি বড় মাইলস্টোন পেরিয়ে এলো মাইক্রোচিপ জায়ান্ট ইনটেল। তারা সম্প্রতি আলোচিত কোয়াডকোর (চারটি কোর সম্পন্ন প্রসেসিং চিপ) সিরিজের নতুন একটি চিপের ঘোষণা দিয়েছে, যাতে ট্রানজিস্টর সংখ্যা ২০০ কোটি বা দুই বিলিয়ন। এ চিপের নাম দেয়া হয়েছে টুকিউয়িলা (ঞঁশরিষধ)। এটি ডিজাইন করা হয়েছে হাই এন্ড (ঐরময বহফ) সার্ভারের জন্য। এটি ২ গিগা হার্টজ (২এঐত) স্পিড সম্পন্ন এবং একটি স্ট্যান্ডার্ড পিসি চিপের সমান।

বলা হচ্ছে, এটি চিপ টেকনলজির জন্য সবচেয়ে বড় মাইলস্টোন। এক বিলিয়ন স্টানজিস্টর সম্পন্ন প্রথম প্রসেসর ইনটেল চালু করে ২০০৬ সালে। ম্যালকম পেন ফিউচার হরাইজনসের একজন এনালিস্ট। তিনি টুকিউয়িলা সম্পর্কে বলেন, এটি রেভলিউশন না, এটি অন্য ধরনের বিবর্তনের মূল ধাপ। চিপ ইন্ডাস্ট্রিগুলো মূলত চালিত হয় ১৯৬৫ সালের মুরস ল (গড়ড়ৎব’ং খধ)ি অনুযায়ী।

যিনি ইনটেলের একজন কো-ফাউন্ডার, তার পুরো নাম গর্ডন মুর। দেখা যাচ্ছে, প্রতি দুই বছর পরপর প্রসেসরে ট্রানজিস্টর সংখ্যা প্রায় দ্বিগুণ করা সম্ভব হয়। ২০০৪ সালে টুকিউয়িলার সমান ক্ষমতার একটি চিপ তৈরি করে যাতে ৫৯২ মিলিয়ন মিনি সুইচ বা ট্রানজিস্টর ছিল। নতুন চিপ দুই বিলিয়ন ট্রানজিস্টর ব্যবহার করছে এবং বলা হচ্ছে, এটি দ্রুত গতিসম্পন্ন প্রসেসর হবে। তবে এর বর্তমান স্পিড ২ গিগা হার্টজ যা কি না একটি সাধারণ পিসি চিপের সমান।

অর্থাৎ এর স্পিড বর্তমানে কম হলেও সম্ভাবনা রয়েছে এ স্ট্রাকচার ব্যবহার করেই অনেক গতিসম্পন্ন প্রসেসর তৈরি করার। কারণ দুই বিলিয়ন ট্রানজিস্টর একসঙ্গে প্রসেস করানোর ফলে তৈরি তাপ নিয়ন্ত্রণে রাখার টেকনলজি এখন ইনটেলের রয়েছে। একটি ডুয়াল কোর পাওয়ার-৬ প্রসেসর ৭৯০ মিলিয়ন ট্রানজিস্টর ধারণ করে। সে হিসাবে সেখানে দুই বিলিয়ন ট্রানজিস্টর ব্যবহার করলে গতি কতো হবে তা সহজেই অনুমান করা সম্ভব। গত বছর আইবিএম একটি চিপ বাজারে ছাড়ে, যেটি সে সময় পৃথিবীর সবচেয়ে দ্রুত কমার্শিয়াল চিপ নামে পরিচিতি পায়।

সেটির স্পিড ছিল ৪.৭ গিগা হার্টজ। নতুন ইনটেল চিপের একটি বড় ট্রানজিস্টর মেমরির জন্য ব্যবহার করা হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।