আমাদের কথা খুঁজে নিন

   

ইতিহাসের অজানা অধ্যায়,১৯৭৭ এর ঘটনাবলী নিয়ে বইঃ "রহস্যময় অভ্যুত্থান ও গণফাঁসি"

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

"রহস্যময় অভ্যুত্থান ও গণফাঁসি" বইমেলায় পাঠসূত্রের স্টলে এই বইটি পাওয়া যাচ্ছে । ডেইলী স্টারের চীফ রিপোর্টার জায়েদুল আহসানের লেখা এই বই ১৯৭৭ বাংলাদেশ সামরিক বাহিনীর অফিসারদের কিভাবে বিনা দোষে ফাঁসি ঝোলানো হয়েছিল সেবিষয়ে কিছু অজানা তথ্য উঠে এসেছে । ১৯৭৫ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ১৯৭৭ পর্যন্ত দেশের সামরিক বাহিনীতে ক্ষমতা দখলের লড়াইয়ে ঘটে গেছে নানা রক্তাক্ত বেদনার্ত ঘটনা ।

যা আজও স্বাধীন বাংলাদেশে অজানা রয়ে গেছে । সব সময় এই বিষয় গুলো লোকচক্ষুর আড়ালে রেখে দেয়া হয়েছে । সাংবাদিক জায়েদুল আহসান সেই অজানা অধ্যায়ের একটি উল্লেখযোগ্য অংশ ১৯৭৭ সালে সামরিক বাহিনীর অফিসারদের কিভাবে রহস্যময় বিচারের মাধ্যমে ফাসিতে ঝোলানো হয়েছে সেই ইতিহাস বিবৃত করেছেন , পাঠকের কাছে । কিভাবে সামরিক বাহিনী মুক্তিযোদ্ধা অফিসারদের নিধন করা হয়েছে তা জানতে হলেন সংগ্রহ করুন "রহস্যময় অভ্যুত্থান ও গণফাঁসি" । বইমেলায় আজই(১৬.০২.২০০৮) এসেছে ।

প্রচ্ছদ করেছেন শিশির ভট্টাচার্য্য ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।