বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
Click This Link
ভাইরা কৌশিক দিল ঢোলের বাড়ি আপনারাও নাচা শুরু করলেন। একটা বই বাইর করা কি মিথিলা বানানো। বই মেলার সময় আছে এক সপ্তাহর মত আর আপনারা বই ছাপাবেন। কৌশিক একটা সপনবাদী চাপাবাজ।
ওরে পাবলিশিং হাউজের নাম জিগান। এডিটর কে জিগান। বিক্কির টাকা কই যাবোজিগান। পাবলিশিং রাইট জিগান। বাংলাদেলে লেখক আর কবি কাউয়ার চেয়ে েেবশী।
কত লেখক হাজার লিখা পানি পায়না। আর আপনারা কৌশিকের ঢোলের বাড়ি তে নাচা দিলেন। এই লোকরাই তো মিথীলা বানায়। রুপা বানায়। পাসওয়র্াড নাটক লেখে নগন ছবি রাখে।
আবার আন্দেলন করে মডুরামৈর বিরুদেব কৌশিক দিল ঢোলের বাড়ি আপনারাও নাচা শুরু করলেন। কৌশিক রাগ ইমন তোমারসম্পর্কে যা বলে এবং তুমি থীলা নাটকের পরিচালক। কৌশিক বয়স বাড়ছে। আর কত?এইসব চাপাবাজি রাগুর লগে কর। বই মেলার সময় লেখকরা পয়সা বাদ দিয়া এডিটর গিরি করব।
চাপাবাজি আর কত?
এম.এ.হামিদ বলেছেন: পুরা জানুয়ারী ২০০৭ আর ফেব্রুয়ারী এগুলান লিকসিলাম
______________
Click This Link
আমরা আপনাদেরই অংশ - প্রিয় রাগ ইমন। চোখ খুলুন জাগুন
১৩ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:৫৫
আমরা আরেকটা জিনিষ বিশ্বাস করি সেটা হচ্ছে ন্যায়ের শাসন, ব্লগে আপনার প্রতি যখন নারী অবমাননা হইসে তখন সবার আগে কিন্তু আমি আগাইয়া আসছিলাম। হোসেইন সবার আগে আসচিল যদিও মিথীলা আর অনান্য নাটুকে কাহিনীতে আমি ব্যাক্তিগত ভাবে বিরক্ত ছিলাম আপনার প্রতি। ব্লগে যকন ত্রিলোরা নামে এক কিশোরীকে নির্মম অপমান করা হয় তকন আমরা সবার আগে আগাইয়া আসছিলাম। আমরা আপোষে বিশ্বাসি না আমরা ন্যায়ে বিশ্বাসী।
আমরা ব্যাক্তিগত উষ্মা গায়ে লাগাইনা। আমরা সহনশীলতায় বিশ্বাসী।
নিধিরাম সর্দার বলেছেন :
২০০৭-১২-১৩ ২০:৩৮:০৩
দুঃখজনক যে রাগ ইমন একটি কমেনট করার প্রয়োজনিয়তা বোধ করেন নি। মানুষের প্রতি আক্রমনে সিদ্ধহস্ত কিন্তু আলোচনার নিষ্পহা কি দুর্বলতার চিহ্ন নয়
_____________________
এম এ হামিদ ওরফে নিধিরাম ওরফে আইজুদ্দি ওরফে হারাধন --- নিজেই স্বীকার করেছেন , তিনি রাগ ইমনকে ২০০৭ সালের জানুয়ারী থেকে শুরু করে ফেব্রুয়ারী পুরোটাই আক্রমন করে পোস্ট দিয়েছেন ।
এবং তারপর নিজেই রাগ ইমনকে "ব্যক্তি আক্রমন করায় সিদ্ধহস্ত " বলে মিথ্যা অপবাদ দিয়েছেন ।
বিভিন্ন পোস্টে রাগ ইমনকে নাম উল্লেখ করে অথবা আকারে ইঙ্গিতে প্রচুর আক্রমন করা হয় ।
জঘন্য সব ভাষায় ।
এই ধরনের আচরনের পরে আর যাই হোক "ন্যায় এবং সহনশীলতার" হাস্যকর দাবীটা আর করা মনে হয় ধোপে ঠিকবে না ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।