আমাদের কথা খুঁজে নিন

   

আজ বঙ্গবীর ওসমানীর ২৪তম মৃত্যুবার্ষিকী

প্রান্তজন

আজ মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল এম,এ,জি ওসমানীর ২৪ তম মৃত্যুবার্ষিকী । মুক্তিযুদ্ধের সশস্র বাহিনীর প্রধান হিসেবে দায়িত্বপালনকারী এই মহান ব্যক্তি স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেন। বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ছিল তাঁর স্বপ্ন। তাঁর মৃত্যু দিবসে তাঁর স্মুতির প্রতি গভীর শ্রদ্ধা। সিলেটে হযরত শাহজালাল (রহ এর দরগাহ প্রাঙ্গণে জেনারেল ওসমানীর কবরে সকাল ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানায়, জাতীয় জনতা পার্টি, বঙ্গবীর ওসমানী সংসদ,বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ ও বালাগঞ্জ কল্যাণ সমিতি।

সেনাবাহিনীর পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়। এ ছাড়া বিভিন্ন সংগঠন আলোচনাসভা , খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করে। জেলারেল ওসমানী ১৯৮৪ সালের এই দিনে ৬৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি ১৯১৮ সালের ১ সেপ্টেস্বর সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক নিবাস সিলেটের বালাগঞ্জ উপেজলার দয়ামীরে।

আজ তাঁর ২৪ তম মৃত্যু দিবসে এই মহান বীরের আত্মার শান্তি কামনা করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।