আমাদের কথা খুঁজে নিন

   

ই-কারেন্সী এর মাধ্যমে মোবাইল/বিকাশ রিচার্জের জন্য আর নয় দৌড়াদোড়ি। ঘরে বসেই রিচার্জ করুন যখন খুশী।

www.nahidlink.com কখনো মোবাইল রিচার্জ খুব জরুরী হয়ে পড়ে, কিন্তু অনেক কারণে হয়ত হাতের কাছে রিচার্জ পাওয়া যায় না। আবার অনেক সময় মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেলে দোকানে যাওরে.... লাইনে দাঁড়াওরে.... টাকা ঢুকাওরে... উফ্!!!!(( কিন্তু আপনি চাইলে এখন ঘরে বসেই রাতে-দিনে, ঝড়-বাদলায়,ঠান্ডায়-গরমে যখন খুশী অনলাইন থেকে আপনার মোবাইল রিচার্জ করে নিতে পারেন। তো আসুন শুরু করা যাক ঘরে বসে মোবাইল রিচার্জ। প্রথমে ভিজিট করুন http://www.onlinerecharge24.com ওয়েবসাইটটি। তারপর ডানদিকে উপরের ফর্মটি পুরন করে sing up লেখাতে ক্লিক করে প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।

রেজিস্ট্রেশন শেষ হলে আপনার ই-মেইল ঠিকানায় একটি কনফার্মেশন মেইল যাবে। মেইলটি ইনবক্সে না পেলে স্পাম বক্স চেক করুন। আপনার মেইল এর লগইন পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে। বেস হয়ে গেল আপনার ই-ওয়ালেট, যখন খুশি টাকা রিচার্জ করে আপনার মোবাইল সুতরাং ঘরে বসেই শুরু করে দিন মোবাইল রিচার্জ, যখন খুশী তখন। রিচার্জ করার আগে ওয়েব সাইটটির টার্ম পড়ে নিতে ভুলবেন না কিন্তু।

এ আপনি এই সাইট থেকে সব ধরনের ই-কারেন্সীর মাধ্যমে সেবা পেতে পারেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।