আমাদের কথা খুঁজে নিন

   

এই ফাগুনে “ভালোবাসা ভালোবাসা” গ্রুপের যাত্রা হলো শুরু - এসো ভালোবেসেই ভালোর তীর্থে নামি

বিষন্ন দিনের, বিষন্ন সময়ের রূপকথা

এই ফাগুনে আগুন রাঙা কৃষ্ণচূড়া’র কাছে আমার বাগানের ফুটন্ত গোলাপও কেমন যেন ম্লান দেখায়। ফাগুন এসেছে বসন্তের বার্তা নিয়ে । রাস্তায় হুডখোলা রিক্সায় যেতে যেতে যখন এক ঝাঁক লালে লাল ফুলে ভরা কোন কৃষ্ণচূড়া’র দিকে চোখ যায়, তখন বাঙালি হিসেবে হৃদয়ে ভালোবাসার খুশির পারদটুকু আরও একধাপ বেড়ে যায় । বাংলা ছাড়া আর কোথাও কি পাবো এমন আগুন রঙা কৃষ্ণচূড়া ? পেলেও কি তা বাংলা ছাড়া আর কোথাও এমন প্রাণের আবেগ ছড়াবে ? জানি না । আজ ভালোবাসা দিবস ।

ভ্যালেন্টাইনস ডে । আজকে এই মনটা কেমন যেন একটু উম্মনা । কাজ কর্মে খুব একটা মন বসে না । পরিচিত লোকজনের কেউ কেউ মেসেঞ্জারে টোকা দিয়ে বলে Happy valentines day । আমিও বলি Thank you ।

বুঝলাম বাঙালি এই দিবসটাকেও উৎসবের অনুষঙ্গ হিসেবে পালন করতে শুরু করে দিয়েছে বেশ ভালো ভাবেই । আজকে বারান্দায় দাঁড়িয়ে বাগানের ফুটন্ত ফুলগুলোর দিকে ভালোই চোখ যায় । ফুটন্ত ফুলগুলো যেন আবেগ ভরা সুরে বলে “ভালোবাসো ভালোবাসো – কি সুন্দর এই পৃথিবী ! কি সুন্দর এই পৃথিবীর রং, রস আর রূপ” । ফুলের দোকানগুলিতেও আজ উপচে পরা ভীড় থাকবে । ফুলগুলোর দিকে আমার একদৃষ্টিতে তাকিয়ে থাকতে ভালো লাগে ।

ফুলগুলো আমার দিকে তাকিয়ে হাসতে থাকে । আচ্ছা ফুলেরাও কি বুঝতে পারে মর্ত্যের মানুষ এই দিনটিকে ভালোবাসা দিবস হিসেবে পালন করে ? জানি না । ভালো তো বাসি । আজকেও বাসি, প্রতিদিনই বাসি । শুধু প্রতিদিনকার পথচলার ক্লান্তি হিসেবে হয়তো ভালোবাসার পরিমাণটা কম বেশি হয় ।

সারা বিশ্বেই আজ ভালোবাসার ব্ড় প্রয়োজন । আমাদের এই দেশে ভালোবাসার প্রয়োজনটা আরও বেশি । রাস্তার ধারের ঐ জীর্ণ শিশু, শীর্ণকায় বৃদ্ধ, শিশু কোলে অসহায় মাতা,দেশের অসংখ্য খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ আর এই ইট, কাঠ, কংক্রিটের নগরে প্রতিদিন যাদের আয় এক ডলারেরও কম তাদের অনেকের জন্যেই আমাদের অনেক কিছু করার আছে । ভালোবেসেই তাদের দিকে আমরা সহায়তার হাত বাড়িয়ে দিতে পারি । দিতে পারি তাদের দৈনন্দিন জীবনে আমাদের ভালোবাসার উষ্ণ পরশ ।

ভালোবেসেই আমরা পারি নিজের আর আমাদের চারপাশের ভুবনকে খুশিতে ভরিয়ে তুলতে । ভালোবাসো ভালোবাসো । সব্বাইকে ভালোবাসো । এসো ভালোবেসেই ভালো কিছু করি । ভালোবেসেই ভালোর তীর্থে নামি ।

ভালোবেসেই ভালোর ভুবন গড়ি । এই ফাগুনের নতুন গ্রুপ "ভালোবাসা ভালোবাসা" - তে আগ্রহী বন্ধুদের অংশগ্রহণের আমন্ত্রণ রইলো । ভালোবাসা ভালোবাসা গ্রুপ নিয়ে মৃম্ময়ের এই পোস্টটিতেও একটি টোকা দিতে পারেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।