আমাদের কথা খুঁজে নিন

   

অপরবাস্তব-২ কেনো বের হোলোনা(কৌশিক দাদার একটা পোষ্ট থেকে অনুপ্রানিত হয়ে)

দেশ বিরোধী যে কেউ এই ব্লগে ডুকবিনা।

কদিন ধরে কৌশিক দাদা অপরবাস্তব-২ নিয়া বেস লিখালিখি করে যাচ্ছেন । মন্তব্য পাচ্ছেন ভালো কিন্তু আমি নিচের মন্তব্যটা আজ পড়ে ব্যাপারটা আসলে কি যানতে চাইছি। হুসেইন বলেছেন- যাউক , কথা হইলো গিয়া মৃত মাইনষের বিয়ার কাবিন একশ টাকা হইলেই কী আর এক লাখ টাকা হইলেই কী ? যে অপরবাস্তব বাইর হয় নাই , সেইটার সম্পাদনা পরিষদ থাকা আর চাক্কাবিহীন গাড়ি লাগি ড্রাইভিং লাইসেন্স নেয়ার মাঝে কোন তফাৎ নাই । অপরবাস্তব বাইর হয় নাই , এইটা নিয়া আর তাই কথাবার্তা না বলাই ভালো ।

এইটা একটা সামগ্রিক ব্যর্থতা , এই ব্যর্থতা প্রমান করে দিয়েছে যে কতো হাস্যকর এবং ঠুনকো ভার্চুয়ালিটির উপরে দাড়াইয়া আমরা কাজ কর্ম করি আর হাতিঘোড়া নিহত করি । বইমেলায় হাজার হাজার বই বের হইতেছে কিন্তু আমরা হালি হালি মানুষ মিলিয়া একটা বই বাইর করতে পারি নাই । আমাদের ফালতু একটা ব্লগসমাবেশেই একশর উপ্রে মানুষ হয় , কিন্তু বাকী বিল্লাহর অপরবাস্তব বইমেলায় পঞ্চাশ কপিও বিক্রী হয় না । এই লজ্জার বিষয়টা নিয়া আর নাড়াচাড়া না করাই ভালো । ব্লগে মেম্বার কম নয়,লিখাও কম নয় কিন্তু সংকলন কেনো বের হোলোনা?এখানে সমালোচনা করার খাতিরে সমালোচনা না করে সত্যি ব্যাপারটা উন্মক্ত হওয়া উচিত।

আমি ব্লগে একদম নতুন তাই আমি আসল ব্যাপারটা যানিনা। কেউ কি যানেন?? অনেকের লিখা পড়ি ,প্রিয় পোস্টে রাখি কিন্তু যদি সংকলন আকারে পাই সেটা কি পরম পাওয়া নয়? যারা পুরোনো ব্লগার তাদের কি কিছুই করোনিয় ছিলোনা? যানতে চাই সংকলনটা আসলে কেনো বের হোলোনা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।