পাগলের আবার ব্লগ লেখা।
যারা এসইও এর কাজ করেন তাদের কাছে স্ট্রং ব্যাকলিঙ্কের গুরুত্ব কি তা বলার অপেক্ষা রাখে না, ভাল পিআর ব্যাকলিংক তৈরি করতে পারা একটা ভাল বিজনেস ও বটে। তাই আজ আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করছি সবার কাছে। গুছিয়ে ভালো ব্লগ লিখতে পারিনা বানান ভুল ও হতে পারে তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
প্রায় দুই বছর আগের ঘটনা, আমি মাইক্রো ওয়ার্কার্স নামক একটা সাইটে কাজ করি বেশীরভাগ কাজ ১০ সেন্ট বা ২০ সেন্টের ওখানে (যা আমি করতাম)।
তখন বেশ কিছু কাজ থাকত ৫০ সেন্ট থেকে ৪-৫ ডলার পর্যন্ত। যাহা পিআর জব নামে পরিচিত। এগুলু করতে হলে নিজের একটা হাই পিআর ব্লগ বা সাইট থাকা লাগত আমার ছিল না তাই আমি পারছিলাম না
তখন একজন বাংলাদেশি ভাই পিআর ব্লগ সেল করত দাম মোটামুটি এই রকমঃ পিআর ১= ২৫ ডলার, পিআর ২= ৩৫ ডলার, পিআর ৩= ৪৫-৫০ ডলার, পিআর ৪= ৬৫-৮০ ডলার।
আমার কাছে এত টাকা নেই যে একটা ব্লগ কিনে কাজ করি কিন্তু ইচ্ছা প্রবল।
তখন মাথায় আসলো পিআর আসে কই থেকে!!! শুরু করলাম "খোঁজ দা সার্চ" কিছুই খুঁজে পাইলাম না।
আমার এক ফ্রেন্ড থেকে একটা ব্লগ নিলাম দেখতে পিআর আসে কই থেকে!! ওই ডোমেইন টার বয়স মাত্র ১৪ দিন কিন্তু পিআর ৪ দেখে হতবাক হলাম ভাবলাম মনে হয় কোন স্ক্রিপ্ট আছে নিশ্চয় (ফেক) কিন্তু অনেক টেস্ট করেও ফেক প্রমান করতে পারলাম না। আবার গুগল মামা এবার পাইলাম "৩০১ রিডাইরেক্ট সিস্টেম" যা আসলে ফেক এবং জামেলা পূর্ণ সাথে সাথে পিআর হবে না। বাদ দিলাম এইটা। মোটামুটি ২-৩ মাস সময় দিয়ে ৩০১ আশাহত হইনাই পুরাপুরি, আবার শুরু করলাম সার্চ এমন কোন কি ওয়ার্ড মনে হয় বাদ রাখি নাই সার্চ করতে। এক সময় একটা দেখলাম ডোমেইন অকেসান, বিড করে ডোমেইন কিনতে পাওয়া যায়, ৩-৪ ডলার দিয়ে গোড্যাডি অকেসান অ্যাকাউন্ট করলাম শুরু করলাম বিড ৩০+ ডলার দিয়ে একটা পিআর ৪ পাইলাম, ১৫ ডলার দিয়ে একটা পিআর ২।
পিআর ২ আমি ব্যাবহার করতে লাগলাম পিআর ৪ টা ৬০ ডলারে সেল করে দিলাম,
এই ভাবে বেশ ভালই সেল করতে লাগলাম কয়েক দিন কয়েক দিন পর আর এক জন যে সেল করত সে ধপাস করে দাম অনেক কমিয়ে দিল এখন আমার পক্ষে কমে ওর কমে দেয়া সম্ভব হয়ে উঠছেনা আবার গুগলিং শুরু করলাম যথারীতি সমাধান পেয়ে গেলাম এবার যা পাইলাম তা দেখে আমারই হতবাক হওয়ার দশা মাত্র ৫ ডলারে পিআর ৪ পাচ্ছি (একটা ডোমেইন কিনতে যেখানে ১০-১২ ডলার লাগে)
ইহা হইল এক্সপায়ার ডোমেইন। অনেক মানুষ আছে যারা ডোমেইন কিনে কয়েক বছর কাজ করে পরে কোন কারনে আপডেট করতে পারেনা। এই ডোমেইন গুলু বেশ ভাল পিআর এর হয়। ওই ডোমেইন গুলু কিনে সেল করলাম অন্তত ২০০+ পিআর ডোমেইন সেল করছি আমি এবং বেশ ভাল লাভ ও করছি। আর এখন পিআর ডোমেইন কিনছি ১-৩ ডলারে।
পিআর ডোমেইন দিয়ে ফ্রীলাঞ্চিং সাইট গুলু থেকে যে কেউ বেশ ভাল পরিমান আয় করতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি।
পরবর্তী পর্বে ইমেজ সহ ডিটেইস থাকছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।