আমার অফিস সিদ্ধেশরীতে নগরির যানযট বহুল এলাকার অন্যতম এটি
স্কুল কলেজ গুলোর জন্য। প্রতিদিন রামপুরা থেকে সিদ্ধেশরিতে আসতে হয় সকালে। একমাত্র সরাসরি যানবাহন রিকশায় উঠে । বাসা থেকে বের হয়ে রাস্তায় এসে প্রতিদিন দেখি যানজট। কপাল ভালো থাকলে যদিও খালি রিকশা পায় শুরু হয় দর কষাকষি বিশ টাকার ভাড়া পয়ত্রিশ থেকে চল্লিশ কখনো ত্রিশ টাকায় পেয়ে গেলে খুব ভালো লাগে ।
সিদ্ধেশরী থেকে সরাসরি যেখানেই যাই বাহন ঐ রিকশা
ঐ দর কষাকষি । কিছু কিছু রাস্তা ভি আই পি বলে এখন রিকশা চলা বন্ধ। দেখা যায়, রাস্তার দু্ইপাশ দিয়েই কষ্ট করে হেটে চলে অনেক মানুষ । সহজ যানবাহনের অভাবে । এসব হেটেচলা মানুষের বাহন ছিল রিকশা ।
বাস , ট্যাকসি কিংবা অটোরিকশাগুলোর দুরত্ব অনুযায়ী নির্ধারিত ভাড়া ঠিক করা আছে । রিকশার ক্ষেত্রে এমন দুরত্ব অনুযায়ী নির্ধারিত ভাড়া ঠিক করা থাকলে ভালো হতো । বর্তমানে রিকশায় চলাচল করি বাধ্য হয়ে , প্রচন্ড কষ্ট করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।