আমাদের কথা খুঁজে নিন

   

ফুলের সৌরভ

আমার ব্যক্তিগত ব্লগ

আমার অ্যালার্জি আছে, তবে ফুলের রেনু থেকে নয়। ছোট বেলায় আম্মা বলেছিলেন, খুব কাছ থেকে ফুলের গন্ধ শুকতে হয় না। কারন ফুলের মাঝে ছোট ছোট পোকা মাকর থাকলে সেটা নাকি নাকের ভিতর ঢুকে পড়ে। তাই এখনও ফুল পেলে ফুলটা হাতে নিয়ে একটু দুরত্ত রেখে পর্যবেক্ষন করি, তারপর খানিকটা দুরত্ত রেখে ঘ্রান বোঝার চেষ্টা করি। একদিন এক কলিগ রাস্তা থেকে বেলি ফুলের মালা কিনে দিল (আসলে মায়ের জন্য কয়েকটা কিনেছিলেন, আমি গাড়িতে ছিলাম বলে আমাকেও ২টা দিয়েছিলেন)।

পুরো গাড়ি সৌরভে ভরে গেল। আমি তো ফুল পেয়ে খুবই খুশি। আমাদের ড্রাইভার বললেন, ওরা ফুলে স্প্রে দেয়, তাই এতো গন্ধ। মনটা দমে গেল। তাও বললাম, দেখি যদি কালকেও ঘ্রাণ থাকে তো বুঝতে হবে আসলেই এটা প্রাকৃতিক ফুলের সৌরভ।

আমাকে হতাশ করে দিয়ে পরের দিন ফুলগুলো থেকে সৌরভ পুরোপুরি চলে গেল। ফুলের মালা দুটি এখনও ঘরে ঝুলানো আছে। বেলিফুলশুকিয়েগেলেও নষ্ট হয় না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।