আমাদের কথা খুঁজে নিন

   

" চড়ুইভাতি"র আগে "সামহোয়ার ইন " শব্দটা থাকলে দোষ কি?

দেশ বিরোধী যে কেউ এই ব্লগে ডুকবিনা।

আমার দাবি হলো, অবিলম্বে ব্লগ নীতিমালায় স্বাধীনতা’র চেতনা পরিপন্থী পোস্ট অথবা কমেন্ট প্রকাশের বিরুদ্ধে ধারা যুক্ত করা হোক এবং তার কার্যকর প্রয়োগ করা হোক। এর আগে সামহয়্যারের ব্যানারে কোন উৎসব নয়- মুকুল উপরের লিখাটা মুকুলের পোস্ট থেকে নেওয়া। দয়া করে আমাকে কেউ ভুল বুঝবেন না । আমি " চড়ুইভাতি"র আগে "সামহোয়ার ইন " শব্দটা তুলে দিচ্ছি এবং কথা দিচ্ছি কর্তৃপক্ষকেউ দাওয়াত করা হবে না - সারিয়া।

উপরের লিখাটা সারিয়ার পোস্ট থেকে নেওয়া। পিকনিক এর আয়োজন থেকেই আমি সাথে তাই কিছু না লিখে পারলাম না। প্রথমত মুকুলে দাবিটা সময়োপযোগি। এই দাবির সাথে আমি ১০০ ভাগ জড়িত। আমি পোস্টও দিছিলাম এই নিয়ে ,কিন্তু....... সা,ই দাবি মানছেনা এখনো তাই বলে যারা দাবির পক্ষে তারা কি ব্লগানো বন্ধ রাখছে?তবে পিকনিক কেনো বন্ধ হবে??? রাজাকার আলবদর নিপাত যাক বলে সবাই শ্লোগান তুলছি তাই বলে দাবি আদায় না হওয়া পর্যন্ত কি সব কাজ ফেলে রাখছি?? তবে পিকনিক কেনো বন্ধ হবে??? ব্লগে কারা স্বাধিনতা বিরোধী তা পুরোপুরি চি্নহিত নয়।

তাবুও সমমনা যারা তারা কি গেট-টুগেদার করতে পারবোনা?? প্রতিদিন মুল্যবান সময় ব্যয় করছি সা.ই. কিন্তু দাবি আদায় হচ্ছেনা বলে কি ব্লগ ছেড়ে দিচ্ছি??তবে পিকনিক নিয়ে এতো বিরোধিতা কেন?? কোনো দালালি নয়,স্রেফ ক্ষোভে লেখা গুলো লিখলাম। আমি চাই পিকনিক হোক,নির্ভেজাল আনন্দ হোক। যেহুতু আমরা ব্লগার পরিচয়ে পিকনিক করছি তো ব্যাণারতো থাকবেই। সা.ই. থাকলে দোষ কি??? পরিশেষে, ব্লগ পরিচ্ছন্ন হোক। মত প্রকাশের স্বাধিনতা থাকুক।

গালিবাজি বন্ধ হোক। সর্বোপরি স্বাধিনতা বিরোধী বক্তব্য প্রকাশ না হোক। সবাই ভালো থাকুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।