আমাদের কথা খুঁজে নিন

   

৮ বাংলাদেশীর প্রাণভিক্ষা এবং আমাদের ক্রম অবনত মস্তক !

বন্ধ জানালা, খোলা কপাট !

সৌদী আরবে মৃত্যুদন্ড প্রাপ্ত ৮ বাংলাদেশীর প্রাণ ভিক্ষা চাওয়া হয়েছে । প্রাণ ভিক্ষা পাওয়া যাবে না জানা কথা ! তারচে' বড় কথা, তারা যদি সত্যিই অপরাধী হয়ে থাকে তো, প্রাণ ভিক্ষা চাওয়ার এই নাটক কেন ? তাদের পরিবারগুলোকে দেখানোর জন্য ? সরকারের উচিত নাটক রেখে বাস্তব পদক্ষেপ নেয়া । আর কোন বাংলাদশীকে যেন এইভাবে কল্লা দিতে না হয় সেজন্যে দূতাবাসের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো উচিত । কোটনৈতিক সম্পর্ক জোরদার করে বাংলাদেশীদের প্রতি বিরুপ সৌদী মিডিয়ার মানসিকতা বদলানোর জন্য লবিইয়ং করা উচিত । যে কাজগুলো সরকার করতে পারে,- *দূতাবাসের মাধ্যমে বাঙ্গালী কমিউনিটিতে সচেতনাতামূলক লিপলেট প্রচার।

*নিজেদের ইমেজ বাঁচানোর জন্য অপপ্রচারের জোরালো প্রতিবাদ । *দূতাবাসের মাধ্যমে ইংরেজী পত্রিকা প্রচার করে বাংলাদেশীদের সাফল্য তুলে ধরা । *এবং নিয়মিত সৌদি মিডিয়ার সাথে ব্রিফিং... কেউ কেউ অপরাধ নিশ্চয় করছে । তাদের বিচার হোক । কিন্তু পুরো জাতি ঘৃণীত হবে কেন ? লজ্জা বয়বে কেন ? খুব সুক্ষভাবে বলতে গেলে, বাংলাদেশীদের কাজের পরিবেশ দিন দিন সীমিত হয়ে আসছে এখানে ।

যাদের মৃত্যুদন্ড দেয়া হলো,সৌদী পত্রিকায় তাদের ব্যাপারে এসেছে,- ইজিপশিয়ান কেয়ার টেকারকে তারা হত্যা করেছে গোডাউন লুট করার জন্য । আমাদে জাতীয় পত্রিকার খবর কিন্তু সম্পূর্ণ ভিন্ন । click this link কোনটি সত্য ? যদি সৌদি আরবেরটি মিথ্যা হয়, তো সেটি মিথ্যা প্রমাণের জন্য সরকারের নেয়া পদক্ষেপ কি ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।