কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com
কাব্য পূর্বে কিছু কথা: লিখতে লিখতে অনেক তো জমা হলো, ভেবেছিলাম এবারের বই মেলায় প্রকাশিবো তাদেরে। সে অনুযায়ী প্রস্তুতিও প্রায় সম্পন্ন। হঠাৎ ফোনের তার বেয়ে নেমে এলো দুঃসংবাদ, এবারের একুশে মেলা সাজানো হবে নাস্তিক-বামপন্থী-আওয়ামীপন্থীদের নিয়ে আর প্রবেশ করতে দেবে না ইসলামপন্থী প্রকাশনাগুলোকে।
থমকে গেলাম! যে প্রকাশন থেকে আমার কাব্যগ্রন্থ ছাপবে বলে সিদ্ধান্ত হলো, ইসলামী বইপুস্তক প্রকাশে তারা অনন্য। বর্জন করলাম এবারের বইমেলা!
সিদ্ধান্ত নিলাম, এবারের অসুস্থ বই মেলায় প্রকাশ করে পক্ষাঘাতগ্রস্তদের পক্ষাঘাতকে আরো বৃদ্ধিতে সহায়তা করা থেকে বিরত থাকবো।
তাই মেলার পরেই যেকোন সময় প্রকাশের ইচ্ছে রাখি ইনশাআল্লাহ্।
আলোক চাষী
রৌদ্র-পাগল ছায়াগুলো কেবলি পিছু পিছু আসছে
কি জানি, হয়ত আমার দেখার ভুল
হয়ত রদ্দুরের গলা টিপে দিবে বলে
ছায়াবৃত্তগুলো দৈত্য হয়ে দিগন্তে ভাসছে।
রাতের অন্ধকারে যন্ত্রণা কচলিয়ে কচলিয়ে
জন্ম নেয় প্রতিটি সকাল
বৃদ্ধ হয় প্রতিটি বিকাল
সাঁঝের মুত্যু ফাঁদে দিবসেরা দেয় আপনারে বিলিয়ে।
চিরন্তনী বাতাসেরা এখনো ফিসফাস করে গোপনে
রক্তে রন্ধ্রে চৌকাঠে অন্দরে
সদোরে প্রান্তরে নগরে বন্দরে
আলোকিত দিনের শরীরে উইপোকারা বিভোর স্বপনে।
সূর্যটাকে খামছে ধরে রাখবো বলে হাত পেতেছি
আমার দু'হাত কলঙ্কিত করছে নিশি
আমার বুকে হাজার সূর্য আছে মিশি
বুনবো আলো আঁধার খুঁড়ে আলোক চাষী আজ মেতেছি।
০৮.০২.২০০৮
মদীনা মুনাওয়ারা, সউদী আরব।
ছবি: নিজস্ব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।