আমাদের কথা খুঁজে নিন

   

দূর নির্বাসনে যাও : সাইফুল আলম মুকুল, ১৫.০৬.১৯৯৮

কিন্তু বয়সটা বাড়ছে না ক্যানো

দূর নির্বাসনে যাও : সাইফুল আলম মুকুল, ১৫.০৬.১৯৯৮ দূর নির্বাসনে যাও -- ... তবুও জঙ্গলে সততা আছে মানুষের সমাজে অভাব প্রকট সহিংসতায়ও ওরা বেজায় সৎ, সাধুতায় মানুষ ভীষন অসৎ সরকার চলে দুর্বৃত্তের শাসনে সততা জঙ্গলে যাও এদেশ তোমার নয়। পিতা, দোহাই তোমার আমাকে দোষ দিও না সত্য এদেশে অবাঞ্চিত সত্য বল্লেই বিপদ। তুমিও বাঁচতে পারোনি, সত্য বলেছিলে বলেই তো ... তবুও গর্বিত, করোনি মাথানত, অসত্যের কাছে। পশুর দাপটী রাজত্বে মনুষ্যত্ব অচল মানুষের অবয়বে পশুরাই মূর্তিমান। চোরেরাই নমস্য, পূজনীয়, সম্মানিত, শ্রদ্ধেয় সত্য পালাও, জঙ্গলে যাও হিংস্রতায়ও সেখানে সততা আছে... সভ্যতায় সততা নেই শঠতাই নাকি সভ্যতা, সমাজ সাহসী নয়, আত্নসমর্পিত দুর্জনে। দুর্বৃত্তের লাথি খেয়েও সালাম ঠোকে নতশিরে, বীরত্বে বেপরোয়া হয় সত্যনিষ্ঠ সাধুজ’নে। জ্ঞানের গরীমা নয় শক্তির বর্বর শাসনে, বেজায় আসক্তি আত্নপ্রতিষ্ঠার সন্ধানে নীতির সুদৃশ্য মোড়কে দূর্নীতির বীভৎসতা, ভন্ডের উচ্চকণ্ঠে সত্য নির্বাক ভাঁড়ামোতে কার্যসিদ্ধি সত্য দুরস্ত যাও বন্যতায়ও বিশ্বাস আছে সভ্যতায় প্রকট অভাব। প্রতারক না হতে পারো দূর নির্বাসনে যাও, ঐ সমাজ তোমার নয় এদেশ তোমার নয়।। !! সাইফুল আলম মুকুল ১৫.০৬.১৯৯ মূল লিংক : http://jessore.info/content.php?id=229

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।