আমাদের কথা খুঁজে নিন

   

এখনো ঘুমাতে যাবার আগে কষ্ট করে বিছানা করতে হয়

নিজেরে হারায়ে খুজি..... bohurupi.mohajon@gmail.com

খুব যখন ছোট ছিলাম তখন আপু আর ভাইয়ার সাথে একখাটে ঘুমাতাম। ছোট ভাই বলে আমাদের দুজনার বিছানা করতে বা মশারি খাটাতে হত না। একটা সময় শুধু আমি আর ভাইয়া একসাথে ঘুমাতে শুরু করলাম। তখন আমি এমন ভাব করতাম যে বিছানা তো তৈরিই থাকে ছোটদের জন্য। তাই ভাইয়াই বাধ্য হয়ে বিছানা করতো।

কিন্তু আমার ভাইটা বড়ই ত্যাদর। একটু বড় হবার পরই ওর মনে হল আমি এখন বিছানা তৈরি করা এবং মশারি খাটানোর জন্য যথেষ্ট বড় হয়ে গেছি। সুখের দিন গুলো এবং রাত গুলো ফুরিয়ে আসলো। তাই বাধ্য হয়ে ভাইয়ার সাথে চুক্তি করতে বাধ্য হলাম, একদিন ও বিছানা করবে আর আমি মশারি খাটাবো, পরের দিন তার উল্টোটা। মনে অনেক আশা ছিলো বড় ভাই হয়, কিছুটাতো কনসিডার করবে।

কিন্তু সে নাছোড় বান্দা। কোনদিনই ছাড় দিতো না। গভীর ঘুমের ভান করে মটকা মেরে পড়ে থাকলেও টেনে তুলে আমার অংশটা আমাকে দিয়ে ঠিক করাতো। তাও মন্দের ভাল ছিল। আরও কিছুটা বড় হবার পর থেকে একা ঘুমতে হয়।

কেউ আমার সাথে বিছানা করার ও মশারি খাটানোর পার্টনার রইলনা। সেই থেকে প্রতিদিন রাতে ঘুমাতে যাবার আগে বিছানা করার এক ঝামেলা পোহাতে হয়। কত দিন...! কতদিন আর এভাবে চলবে? আজকেও বিছানা করে লিখতে বসেছি আমার মনের গুপ্ত বেদনার কথা। এখন একটাই আশায় আছি, যখন বিয়ে করবো তার পর থেকে হয়তো আর ঘুম ঘুম - ঢুলু ঢুলু চোখে বিছানা করার মত একটা বিরক্তিকর কাজ করতে হবে না!! তবে মাঝে মাঝে মনে হয় বউ যদি তাতে রাজি না হয়? তখন আর কি, তার সাথেও চুক্তি করতে হবে, একদিন তুমি একদিন আমি....! আমি ভাই শান্তি প্রিয় মানুষ....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।