পাগলা ছেলের... আউলা ব্লগ... যা বুঝি তাই লিখি... মাথা কম ঘামাই
মাত্র মেসেঞ্জারে ঢুকে দেখি আমার লিস্ট খালি।
কে যে আমাকে বাঁশ দিলো আল্লাহ ভালো জানেন। মেজাজটা অনেক খারাপ লাগতেছে। কতগুলা বাডি এড করা ছিলো এখন তাদের পাবো কি করে??
ইদানীং হ্যাকিং করার চেষ্টা করতেছি ২/১ জনকে ইতিমধ্যে বাঁশ দিছি। এখন আমার সেই কাজের শাস্তি পেলাম নাকি কে জানে???
হয়তোবা আমার পিছনেও কেউ লাগছে।
যাই হোক গত কয়েকদিন পিসির উপর বিরাট ঝড় গেছে। নিজের পায়ে নিজে কুড়াল মারছিলাম সেইদিন। একটা ফাইল অন্য মানুষের জন্য বানাইছিলাম। মনে ভুলে ঐডাতে করলাম ডাবল ক্লিক আর ২ মিনিট পরে আমার অবস্থা কেরোসিন মাউসের কন্ট্রোল নষ্ট মাউস নিজে নিজে মুভ করতেছে। হায়রে দশা! কি আর বলব।
তারপরে ক্যাস্পারস্কি নিয়া করলাম আরেক যুদ্ধ কয়েকবার ইন্সটল আন্সটল করতে হইছে কয়েকটা ভার্সন তবে এখন ফাইন্যালি ভার্সন ৬ ব্যবহার করতেছি এইখানেও ক্যাচাল আছে, বার বার সার্ভারের আই,পি চেক করে হেন তেন আরও কি কি জানি করে এইসব বন্ধ করে রাখতে হবে। এত পাকনা এন্টিভাইরাস এইটা অসহ্য...
এখন ভাই আপনাদের কইতাছি আমার কন্টাক্ট লিস্ট কেমনে পুনরুদ্ধার করতে পারবো?? কেউ জানলে কইবেন কিন্তু, নইলে খুব বড় লস হইয়া যাবে...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।