কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com
নিন্দুকেরা সিন্ধু সেঁচে
এই সময়ের ঘোরে এসে
মুক্তা কুড়ায় না,
গালাগাল আর থুথু চেটে
বিকৃতি আর ছবি কেটে
মুক্তা ভাবে তা।
রোজ সকালে রম্য র'চে
দুপুর নাগাদ 'সাম্য' পচে
গন্ধ ছড়ায় যে,
বিকেল বেলায় গালির আসর
রাত নিঝুমে নোংরা বাসর
ওরা সাজায় রে।
ওদের পুঁজি নিন্দা-গালি
কাজ না হলে থুথুর ডালি
কঠিন অবস্থা,
আমরা শোনাই সত্য কথা
চলন ঘটাই ভদ্র প্রথা
জীবন ব্যবস্থা।
হায় বিবাদি আর কত কাল
হাম্বা ডাকবি রাম গরু পাল
সবুজ ভূমিতে,
মানুষ হবার দিচ্ছি রে ডাক
শকুন-শিয়াল দূর হয়ে যাক
স্বাধীন বাংলা হতে।
তবুও যারা চাইবি ধ্বংস
পাইবি না রে কোন অংশ
দুনিয়া-আখেরাতে,
ঐ শোনা যায় তাকবীর হাঁক
বীর মুজাহিদ দিচ্ছেরে ডাক
দিগন্তে- প্রভাতে।
ওদিকে গাল-মন্দ ছন্দে উঠছে প্রতিকার
এদিকে শোন সত্য কণ্ঠে- "আল্লাহু আকবার"!
০৬.০২.২০০৮, মদীনা মুনাওয়ারা, সউদী আরব।
ছবি: নিজস্ব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।