আমার ব্লগটি ৪ মাস ১ সপ্তাহ ধরে পর্যবেক্ষণ করার পরে ১-ম পাতায় এক্সেস দেয়া হয়েছে
ভানুর বউ ভানুকে বলেছিলো , চেচাচ্ছ কেন ? আধ ঘন্টা ধরে তো বলছি ৫ মিনিটের মধ্যে চা দিচ্ছি
ভানুর জবাব দেয়ার কিছু ছিলোনা । সে বলেছিলো, না চেচাচ্ছি কই, আধঘন্টা ধরে চেচিয়ে এইতো ৫ মিনিটের মধ্যে চা পেলাম ।
কত জল গড়িয়ে গেলো ৪ মাসে । কত রাজা-মহারাজা এলে গেলো..৩ কোনা-৪ কোনার উত্থান পতন দেখলাম চেয়ে চেয়ে
একভার্সন পেরিয়ে আরেক ভার্সন এলো, রাজাকার-স্বাধীনতাপন্থীদের মারামারিতে রক্তাক্ত হলো কতজন
আমি কারোরে সাধের ক্রসফায়ারে ফেলতে পার্লামনা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।