আমাদের কথা খুঁজে নিন

   

রে ভাষা! - ১ : `মঙ্গাকে চিরতরে নির্বাসন দিতে চাই'

স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।

'ভালো' মানুষদের পত্রিকা প্রথম আলোর রংপুর ও গঙ্গাচড়া প্রতিনিধি জানাইলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলছেন, `মঙ্গাকে চিরতরে নির্বাসন দিতে চাই।' রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদ থেকে কেউ যখন `নির্বাসন'-এর মত শব্দ ব্যবহার করেন তখন তা শুনতে ভালো লাগে না। মনে হইল হাসিনা-খালেদারে যে নির্বাসন দানের একটা ইচ্ছা এই সরকারের আছে/আছিল তারই অচরিতার্থ বাসনা গুমরাইতেছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদ থিকা টেকনিক্যালি সাউন্ড কথাই শুনতে ইচ্ছা করি। ফেলে যাওয়া শব্দ বাক্য হুমকি ধামকি থিকা সাবধান! এবং আমাদের যে সব দেশবাসী নির্বাসনে আছেন যেমন তসলিমা নাসরিন ও দাউদ হায়দার তাদেরও ফিরাইয়া আনার চেষ্টা করা হউক। মঙ্গা দূর করার প্রতিজ্ঞা করতেছেন এই সরকার সে কারণে ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।