বঞ্চনার শক্ত হাত আজন্ম বেধে রেখে আমাকে করেছে দুঃখী । । আমাদের বর্তমান জীবনের প্রেক্ষাপটে বিনোদন সবারই দরকার।
আর বিনোদনের প্রধান একটি মাধ্যম হল গান শোনা। এমনও লোক পাওয়া যাবে, যে নাকি গান না শুনে ঘুমাতেই পারেন না ।
কিন্তু অনেকেই গানের সিডি কিনতে চান না । যার ফলে তারা অরজিনাল গান শুনতে পারেন না। তাদের জন্যই নিয়ে এলো সুযোগ বিপ্লব এর প্রমিথিউস ব্যান্ড ।
আজকে আমি আপনাদের অত্যন্ত প্রিয় একজন ব্যান্ড শিল্পী বিপ্লব এর প্রমিথিউস ব্যান্ড এর নিজস্ব ওয়েব সাইটের সাথে পরিচয় করে দিব।
সাইটটি সম্পর্কে বিপ্লব ভাই, কি বলেছেন চলুন তার মুখে থেকেই শুনি
গান প্রকাশের মাধ্যম হিসেবে ওয়েবসাইটকে বেছে নিতে হবে –বিপ্লব
আমি আসলে এই যুগে এসে প্রযুক্তিকে অস্বীকার করতে পারবো না।
কারণ সেটা করলে আমি নিজেই পিছিয়ে পড়বো। সে কারণে ইতিমধ্যে আমি ব্যক্তিগতভাবে আমার একক এবং ব্যান্ড প্রমিথিউস এর অ্যালবাম ফিজিক্যালি প্রকাশ করবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। আমরা গত এক বছর ধরে আমাদের নিজস্ব ওয়েবসাইটে গান প্রকাশ করছি। আপাতত আমরা এখান থেকে শ্রোতাদের ফ্রি গান ডাউনলোডের সুযোগ দিয়েছি। আর প্রতিটি গানের জন্য আমরা স্পন্সর নিচ্ছি একটি করে কোম্পানির।
আমি মনে করি আগামী কয়েক বছরের মধ্যে ফিজিক্যাল অ্যালবামের দিন শেষ হয়ে যাবে। তখন গান প্রকাশের মাধ্যম হিসেবে শিল্পীদের ওয়েবসাইটকেই বেছে নিতে হবে। তবে শিল্পীদের গান নিয়ে যারা নিজেদের ওয়েবসাইটে দিচ্ছেন সেসব ওয়েবসাইট অবশ্যই বন্ধ করতে হবে। আর এটা খুব শিগগিরই হবে বলেই আমার বিশ্বাস। ওয়েবসাইটে গান প্রকাশ করলে কোন কোম্পানির ওপর নির্ভর হয়ে থাকতে হবে না।
অন্যদিকে যখন অন্য ওয়েবসাইটে গান প্রকাশ বন্ধ হবে তখন শ্রোতারা একটি নির্দিষ্ট অর্থ দিয়ে শিল্পীদের ওয়েবসাইট থেকেই গান ক্রয় করবেন। এখন নিজেদের স্বার্থে আমাদের শিল্পীদের এই দিকটিতে নজর দিয়ে অন্য ওয়েবসাইটে গান প্রকাশ বন্ধ করার জন্য সরকারের কাছে আবেদন করা প্রয়োজন। এটা ইচ্ছে করলেই সরকার বন্ধ করতে পারে। তবে অবশ্যই শিল্পীদের একত্রিত হয়ে সরকারকে জানাতে হবে। আর ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটে গান প্রকাশ দেখে অনেক শিল্পীই বিষয়টির দিকে ঝুঁকছেন।
সামনে ধীরে ধীরে এই পদ্ধতিতে গান প্রকাশটিই জনপ্রিয় হয়ে যাবে। আর তখন পুরো ইন্ডাস্ট্রিও একটি আমূল পরিবর্তন ঘটবে বলেই আমার বিশ্বাস। সূত্রঃ মানবজমিন
চলুন তার সাইটটি সম্পর্কে কিছু জেনে নেই।
সাইটের এ্যালবাম ডাউনলোড থেকে যেকোন এ্যালবাম ডাউনলোড করতে পারবেন। ভিডিও থেকে তাদের মিউজিক ভিডিও ডাউনলোড করতে পারবেন।
Prometheus music player হতে যেকোন গান লাইভ শুনতে পারবেন
প্রমিথিউস এর সকল খবরা-খবর, আপকামিং কনসার্ট, লেটেষ্ট এ্যালবাম ইত্যাদি সকল খবর পেতে এখনই ভিজিট করন প্রমিথিউস এর সাইটি।
সাইট লিংক: http://www.prometheusbd.com/
এইতো গেল MP3 গানের কথা...। । আপানারা ইচ্ছা করলেই তাদের লাইভ শো দেখতে পারবেন ---
২০১০ সালে 'পঁচিশের ছায়াপথ' প্রকাশের মধ্য দিয়ে নিজস্ব ওয়েবসাইটের (http://www.prometheusbd.com) যাত্রা শুরু করে ব্যান্ড প্রমিথিউস। ওয়েবসাইটটির মাধ্যমে অন্যদের অ্যালবাম বা গানও প্রকাশ করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত বছরের শেষ দিকে http://www.prometheustube.com নামে আরেকটি ওয়েবসাইটের যাত্রা শুরু করে প্রমিথিউস। ব্যান্ডের ভোকাল বিপ্লব বলেন, 'এ ওয়েবসাইটের মাধ্যমে আমরা বিভিন্ন মিউজিক ভিডিও এবং অনুষ্ঠান প্রচার করে আসছি। এ তালিকায় আমাদের নিজেদের পাশাপাশি অন্যদের কাজও রয়েছে। ' কিছুদিন আগে প্রমিথিউস টিউব থেকে পরীক্ষামূলকভাবে একটি অনুষ্ঠান লাইভ প্রচার করা হয়। তাতে সাড়াও মেলে বেশ।
এবার ২৬ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে লাইভ অনুষ্ঠান প্রচার শুরু করল প্রমিথিউস টিউব। এদিন বিকেল থেকে ফ্যান্টাসি কিংডমে হয়ে যাওয়া কনসার্টটি সরাসরি প্রচার করে প্রমিথিউস টিউব। যার ফলে অসংখ্য মানুষ ঘরে বসেই কনসার্টটি উপভোগ করতে পেরেছে। '
সুত্র ঃ কালেরকণ্ঠ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।