জানা আর অজানার মাঝে...এ এক নতুন অজানা ২০০৮ সালের ১৪ই জুলাই রিলিজ পায় The Dark Knight. Batman Series এর The Batman Begins এর পর এই মুভি টি পুরো বিশ্ব কে তাক লাগিয়ে দেয় ! কিন্তু এই মুভিএর সফলতার পেছনে যার প্রধান হাত তা আর কারও কাছে অজানা নয় যারা মুভি টি দেখেছেন ! হ্যাঁ !
উনি হলেন --- The Joker (Heath Ledger 1979-2008)
যিনি আমাদের মাঝে শুধুমাত্র Jokar নামেই বহুল পরিচিত। যদিও JOKER চরিত্রটির আবির্ভাব হয়েছিল BATMAN Comics থেকে কিন্তু এই JOKER চরিত্রকে পূর্ণতা দান করেন Heath Ledger
যিনি আর আমাদের মাঝে নেই !
পুরো বিশ্ব কে তার নিপুন অভিনয় দিয়ে তাক লাগিয়ে আমাদের সকল কে ছেড়ে JOKER চলে যান ২০০৮ সালের জানুয়ারী মাসের ২২ তারিখ !
উনার পুরো নাম হলঃ Heath Andrew Ledger
জন্ম তারিখঃ ৪ই এপ্রিল ১৯৭৯
ক্ষুদ্র পরিচিতিঃ Perth, Western Australia, Australia হল তার জন্মস্থান ! উনার বাবা Kim Ledger, a race-car driver and mining engineer এবং মা Sally Ledger (née Ramshaw), a French teacher চলচিত্র জগত এ তার পদার্পণ হয় Clowning Around মুভি তে Orphan clown চরিত্রে অভিনয় করার মাধ্যমে !
চলচিত্র জগতঃ ১৯৯২ সাল থেকে ২০০৮ অনেক সফলতার সাথে উনি অনেক মুভিতেই অভিনয় করেছেন । এ পর্যন্ত উনি ১৮ টি মুভিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন । তার অভিনিত অনেক বেশি আলোচিত একটি মুভি হচ্ছে Brokeback Mountain আর সবচেয়ে বেশি Nomination ও Award পাওয়া মুভি হচ্ছে The Dark Knight
আমার দেখা তার জন্য বেস্ট award হলঃMTV Movie Award for- Best Villain 2008
তার জন্য সবচেয়ে খারাপ বিষয় হল The Dark Knight মুভি টি রিলিজ হউয়ার পূর্বেই তিনি মারা যান !
মৃত্যু তারিখঃ ২২ই জানুয়ারী ২০০৮
মৃত্যুর কারনঃ ২০০৮ সালের ২২ তারিখ । সময় ছিল দুপুর ২.৪৫ ।
Heath Ledger এর নিজস্ব Housekeeper উনাকে বিছানাই অচেতন অবস্থায় দেখতে পান ! ওষুধের প্রেসক্রিপশান আপতিক অপরিমিত মাত্রায় ঔষধ সেবন করার কারনে নিজ বাসভবনেই মৃত্যুর কলে ধলে পড়েন এই কিংবদন্তী ।
তার সৃতিতে বানানো হয়ঃ
Memorial for Ledger, outside 421 Broome Street, SoHo, Manhattan, 23 January 2008
JOKER কে ঘিরে আমার কিছু কথাঃ অন্য সকলের মতই আমিও জোকার এর একজন অসম্ভব ফ্যান । তিনি আজ আমাদের মাঝে না থাকলেও তার রেখে জাওয়া JOKER চরিত্রটা আমাদের মাঝে এমন ভাবেই থেকে যাবে । সত্যি আমার দেখা বেস্ট অভিনেতা হলেন এই জোকার । জোকার চরিত্রটা নেগেটিভ কিন্তু এই নেগেটিভ এর বিভব এত বেশি যে পজেটিভ এর অস্তিত্ব বিলিন হয়ে গেছে ।
এটা আমার লিখা প্রথম ব্লগ, প্রথম ব্লগ এই জোকার কে নিয়ে লেখার মাঝেই বোধই খুজে পেয়েছি সার্থকতা ।
MISS YOU জোকার
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।