আমাদের কথা খুঁজে নিন

   

কি লিখবো কিছু লিখার নাই...

পাগলা ছেলের... আউলা ব্লগ... যা বুঝি তাই লিখি... মাথা কম ঘামাই

এত্ত খারাপ অবস্থা আমার গত ২ বছরে হইছে নাকি মনে পড়ে না। দিন-কাল বেশী একটা ভালো যাচ্ছে না। সব কিছু কেমন জানি জগাখিচুড়ি হয়ে গেছে। আজকে বইমেলায় গেছিলাম মন ভালা করতে কিসের কি? উলটা গিয়া এক বন্ধুর সাথে আরেক ঝামেলা হইছে। বলেন কি করি??? মাথা খারাপ হইবার যোগাড়।

২০০৮ এর শুরু দেইখা ভাবছিলাম এই বছরটা জট্টিলস হবে খুব। আর এই মাসে এসে দেখতেছি এই বছরটা মনে হয় আমার শনির বছর। আরো কি কি খারাপি লিখা আছে কপালে আল্লাহ মাবুদ ভালো জানে। ২০০৭ এর স্মৃতি গুলা চোখে ভাসে। এত্ত মজা আমার জীবনে কখনও করি না এবং করতেও পারবো না কখনও।

খুব মিস করছি সেই দিনগুলা বিশেষ করে এস,এস,সি পরীক্ষার পরে প্রতিদিন ছিল আমার জন্য এক একটা স্মরনীয় দিন। কত ঘুরাঘুরি করেছি হিসেব নাই। আর এখন ঘুরাঘুরি তো দুরের কথা বাসা থেকেই ঠিক মত বের হবার সময় পাই না। পোলাপান ও আমাকে আর ঘুরতে নেয় না। সবাই জানে আমি নেট এডিক্টেড, হি হি হি।

তাই আমাকে ওরা পুরাপুরি ভার্চুয়াল ছেলে মনে করে। আসলেই কঠিক এডিকশনে পড়েছিলাম। জানি না কিভাবে এটা কাটিয়ে উঠতে পারবো। সত্যি কথা বলতে এই বয়সে সবার কাছে যেইসব ভালো লাগে আমার কাছে তা আর লাগে না। আমার মনে হয় একটা পিসি থাকলেই বুঝি আর কিছু লাগে না জীবন চালানোর জন্য।

জানি অনেক বড় ভুল করতেছি। তবে ভুল শোধরানোর চেষ্টাও করছি এখন। আপনারা দোয়া করবেন। এমনকি বই পড়া এখন অনেক কমিয়ে দিয়েছি কেন জানি। আগে আমি প্রচুর পড়তাম।

অনেক বই কালেকশানে রাখার চেষ্টা করতাম। কিন্তু সেইসব আগ্রহ আর পাই না এখন... এতদিনে অনেক লাভ হত যদি আগের মত সব করতে পারতাম। যাই হোক আফসোস করে লাভ নাই। এখন থেকে সব আগের মতই করার চেষ্টা করব। তবে ব্লগিং ছাড়তে পারবো না ব্লগে নিয়মিত আসবো বিশেষ কয়েকজনের লিখা পড়ে যাবো।

তবে নির্বাচিত পোস্ট থাকলে অনেক ভালা হইতো আপনাদের সাথে গরম আলোচনায় থাকতে পারতাম দেখতে পারতাম ব্লগের সাম্প্রতিক অবস্থা। তা আর পারছি না এখন আসছি তাও সময় কম চলে যাবো... অনেক লিখছি খোদা হাফেয... পরে আসব... লিখার চেষ্টা করব...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।