আমাদের কথা খুঁজে নিন

   

১০০ কোটির তালিকায় ‘আশিকি ২’!

আদিত্য রয় কাপুর এবং শ্রদ্ধা কাপুর অভিনীত ‘আশিকি ২’ সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল ৯ কোটি রুপি। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান বিশেষ ফিল্মস এবং টি-সিরিজ। বিশেষ ফিল্মের মুকেশ ভাট সিনেমাটির সাফল্যে উৎফুল্ল হয়ে বলেন, “আমি দারুণ খুশি, কারণ নবাগত শিল্পীদের নিয়ে এর আগে কেউ কোনো সিনেমায় এতটা সাফল্য অর্জন করতে পারেনি। একজন প্রযোজক হিসেবে এটি গর্বের বিষয়।”
টি সিরিজের পরিচালক, ভূষণ কুমার বলেন, “আমার বাবা গুলশান কুমার এবং ভাট সাহেবের সাহায্যেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভারতীয় চলচ্চিত্রের একশ’ বছর পূর্তিতে নবাগতদের এই সাফল্য সত্যিই অসাধারণ।”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।