© ২০০৬ - ২০১১ ত্রিভুজ
কিভাবে যেন আমার পিসি থেকে californication গানটি মুছে গিয়েছে। কোন একটি সিডিতে আছে, কিন্তু কে এত সিডি ঘাটাঘাটি করে যেখানে নেট আছে? কিন্তু গুগুলে গান সার্চ করে ডাউনলোড করা অনেক সময় বিশাল ঝামেলার ব্যাপার। নির্দিষ্ট সাইটের নাম জানা থাকলে আলাদা কথা। কিন্তু সব সাইটে সব গান পাওয়াও যায় না। তো কি করবেন? কোন উপায় খুঁজে না পেলে নিচের পদ্ধতিটি ট্রাই করে দেখতে পারেন-
-inurl:htm -inurl:html intitle:”index of” mp3 “californication”
কপি করে গুগুলে পেষ্ট করুন।
পেয়ে যাবেন “californication” গানটি।
হয়তো অনেকেই বুঝে গিয়েছেন কিভাবে নিজের মত করে এই সার্চ করার কৌশলকে কাজে লাগাতে হবে। যারা বুঝেননি, তারা “californication” এডিট করে আপনার পছন্দের গানের টাইটেল দিয়ে দিন .. পেয়ে যাওয়ার সম্ভবনা অনেক বেশী। তবুও না পেলে পরিবর্তন করতে থাকুন সার্চ কী... সঠিক সার্চ কী দিতে পারলে খুব সহজেই পেয়ে যাবেন আপনার পছন্দের গানটি। এমনি ভাবে mp3 পরিবর্তন করে wma লিখে ট্রাই করতে পারেন।
একই পদ্ধতি প্রয়োগ করে একটি সফটওয়্যার বের করতে কিভাবে এই টিপসটি ব্যবহার করবেন দেখুন-
এখানে আমি zoomplayer নামের একটি মিডিয়া প্লেয়ার বের করার চেষ্টা করছি….
-inurl:htm -inurl:html intitle:”index of” exe “zoomplayer”
এটি কপি করে গুগলে দিয়েই দেখুন... জুম প্লেয়ারের যাবতীয় ডাউনলোড লিংকসহকারে হাজির হবে গুগল....
আরো কিছু নমুনা দেখুন-
To fine a software:
-inurl:htm -inurl:html intitle:”index of” exe “cuteftp”
To find a eBook:
-inurl:htm -inurl:html intitle:”index of” +(”/ebooks”|”/book”) +(chm|pdf|zip) +”o’reilly”
-inurl:htm -inurl:html intitle:”index of” “Last modified” mp3
এই একটি টিপস ব্যবহার করেই আপনি পেতে পারেন আপনার দরকারী সকল ডাউনলোডস.....
...(চলবে)...
---
লেখাটি একই সাথে কম্পিউটার গ্রুপে প্রকাশিত হলো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।