আমাদের কথা খুঁজে নিন

   

@ সারওয়ার চৌধুরী: গাজাখুরি গাল-গল্পকে বিজ্ঞান বলে চালাবার চেষ্টা করবেন না

নিজেরে হারায়ে খুজি..... bohurupi.mohajon@gmail.com

আমি সাধারণত কারও কোন পোষ্ট নিয়ে সরাসরি কোন প্রতিবাদ করি না। কিন্তু কিছুক্ষন আগে সারওয়ার চৌধুরীর "তোমাকে কেন্দ্রে রেখে রচিত ভাষার ব্যঞ্জন নিত্যবৃত" পোষ্টটিতে ওনার জ্ঞানের বাহার দেখে কিছু না লিখে পারলামনা। সেখানে উনি বিজ্ঞান (ওনার মতে), ধর্ম আর ওনার মাথা থেকে কিছু গাজাখুরি জিনিষ মিলিয়ে এমন একটা পোষ্ট দিলেন যাতে সাধারন ব্লগারদের বিভ্রান্ত হবার সম্ভাবনা আছে। না জেনে শুধু সামান্য ধারণার ওপর ভিত্তি করে কিভাবে মানুষ বড় বড় কথা বলে তা দেখে অবাক হতে হয়....!! উনি ওনার লেখার শুরুতে ডি এন এ নিয়ে কিছু কথা বলেছেন যাতে মনে হয় উনি সে বিষয়ে বিশেষজ্ঞ পর্যায়ের লোক। কিন্তু আদপে ডি এন এ নিয়ে এখনও বিজ্ঞানীর সামান্যই এগোতে পেরেছেন।

এখনও ডি এন এ কোডিং টাই বিজ্ঞানীদের কাছে বোধগম্য নয়। বড় বড় বিজ্ঞানীরও এখনো ঠিক করে জানেন না ডি এন এ র ভূমিকাটা আসলে কি। তারা কিছু ধারনা দিতে পারেন মাত্র। কিন্তু সারওয়ার চৌধুরীর কথায় মনে হল উনিই এখন বিশ্বের প্রধান ডি এন এ বিশেষজ্ঞ। উনি লিখেছেন: "ডিএনএ'র শিকলে লিপিবদ্ধ বিধিলিপির ভাষা যদি পড়তে পারতাম, জানিয়ে দিতাম মৃত্যুর স্বাদ গ্রহনের তারিখ-দিনকাল"।

কমেন্টে বলেছেন: "ডিএনএ'র শিকলে আদি অন্ত এ্যাভরিথিং এনকোডেড"। এখানে লিংক দেখুন বোঝাই যাচ্ছে উনি কত কিছু জানেন!! কিন্তু এখানে আমার একটা সাধারণ প্রশ্ন আছে। তর্কের খাতিরে মেনে নিলাম যে মানুষ স্বাভাবিকভাবে মারা যায় তার মৃত্যুর দিন-ক্ষণ ডি এন এ তে লেখা থাকতে পারে। কিন্তু যে মানুষটা অন্য কোন মানুষের হাতে মারা যায় তার মৃত্যুর দিন ক্ষণ কিভাবে ডি এন এ তে লেখা থাকবে? পৃথিবীতে প্রতিদিন লাখ লাখ মানুষ বিভিন্ন যুদ্ধ, দুর্ঘটনা, অপঘাত ইত্যাদিতে মারা যায়। তাদের মৃত্যুর দিন তারিখ কেমনে ডি এন এ তে লেখা থাকতে পারে! এটা খুবই সাধারণ একটা প্রশ্ন, কমন সেন্স।

সেটা থাকলে এবং তা ব্যবহার করে পোষ্ট দিলে এমনটা হয়তো হতো না। তাই আপনাকে আমার পরামর্শ বিজ্ঞান নিয়ে গাজাখুরি গল্প ফাদবেন না। বিজ্ঞান কোন ঠাকুর মার ঝুলিনা যে যা ইচ্ছা বিজ্ঞান বলে চালিয়ে দেবেন। তা করতে গেলে আপনার জ্ঞানের পরিধিই শুধু প্রকাশ পাবে সাধারন মানুয়ের কাছে। যা করেন, জামাত-শিবিরের দালালি, তাই করেন।

ভাল করবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।