আমাদের কথা খুঁজে নিন

   

এই মেয়ে (চতুর্থ পর্ব)

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

এই মেয়ে (চতুর্থ পর্ব) এই মেয়ে- তুই আছিস কোথায়? খুঁজে মরি হেথায় হোথায়। অভিমানে তুই যাসনে চলে, বাঁচবোনা তুই দূরে গেলে। এই মেয়ে- তোর মনের খাতা, খুলে দেখিস প্রথম পাতা; আমার ছবিই আছে আঁকা, আর কিছু নেই সবই ফাঁকা। এই মেয়ে- তুই প্রেম শিখিয়ে, তামাশা দেখিস দূরে গিয়ে; মিষ্টি প্রেমের বৃষ্টি জলে, ডুবিয়ে দিলি কোন অতলে। এই মেয়ে- তুই বলনা হেসে, থাকবি কাছে ভালবেসে; হলোই না হয় পর্ণ কুটির, শান্তি সুখের ছোট্ট সে নীড়। (অনুরোধে ঢেঁকি গেলা, পর্ব নিয়ে করছি খেলা)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।