আমাদের কথা খুঁজে নিন

   

রতন টাটার ন্যানো , কন্যাপক্ষ কেনো । হে. হে.

দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি ,তাই যাহা আসে কই মুখে ।

'' অবশেষে একলাখ টাকার গাড়ি '' ন্যানো'র '' দিল্লিতে আবরণ উন্মোচন করলেন রতন টাটা । গাড়িতে থাকছে একটি শিশু সহ চারজনের বসার জায়গা । এক লিটার পেট্রলে পাওয়া যাবে শহরে ২০, হাইওয়েতে ২৫ কিলোমিটার । ৬২৪ সিসি'র ইঞ্জিন ও ৩৩ হর্সপাওয়ার ক্ষমতা সম্পন্ন ন্যানো ছুটতে পারবে ঘন্টায় ১০৪ কিলোমিটার গতিতে ।

সেপ্টেম্বর মাস নাগাদ পাওয়া যাবে বাজারে । '' ( খবরটা এক পাত্রপক্ষ শুনেই ) পাত্রপক্ষ = আমরা সেপ্টেম্বর মাসের আগে বিয়ের দিন কিছুতেই ধার্য করতে পারছি না । কন্যাপক্ষ = বলেন কী , এদিকে যে আমাদের কেনাকাটা সারা । এমনকি যৌতুকের জিনিসপত্র পর্যন্ত সব। পাত্রপক্ষ = যৌতুকের জিনিসপত্র কেনাকাটা সারা , বললেই হল ।

সেপ্টেম্বরের আগে তো ন্যানো বাজারেই আসছে না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।