কেএসআমীন ব্লগ
এক আত্মীয় সম্প্রতি একটি রিকন্ডিশন্ড টয়োটা করোলা-জি-২০০৩ মডেলের গাড়ি কিনেছেন। দাম নাকি ১২ লাখ টাকা।
আমি বললাম এতটাকা দিয়ে রিকন্ডিশন্ড বা ব্যবহৃত গাড়ি না কিনে আপনি আরও কিছু বাড়িয়ে একটি ব্র্যান্ড নিউ গাড়ী কিনতে পারতেন। অথবা আরও কম খরচে ইন্ডিয়ান বা চাইনিজ নতুন গাড়ি কিনতে পারতেন।
ভ্দ্রলোককে বললাম, আমি আগে ঢাকা কলেজের উল্টো দিক থেকে ব্যবহৃত বিদেশী শার্ট / প্যান্ট কিনতাম।
এখন কিনি না। এখন নতুন কিনি। কারণ, ভাবি এই শার্ট/প্যান্ট কে বা কারা ব্যবহার করেছে, কে জানে! ঐ ব্যবহারকারীর কোন রোগ-শোক থাকলেও থাকতে পারে। সুতরাং গুডবাই পুরানো কাপড়চোপড়...
বললাম, আপনার গাড়ির ক্ষেত্রেও তাই। কে বা কারা এই গাড়ি ব্যবহার করেছে গত প্রায় ৩ টি বছর আপনি জানেন না।
ঐ ব্যবহারকারীর কোন ছোঁয়াচে রোগ ছিল কিনা তাও আপনি জানেন না...
তাছাড়া গাড়িটি কত কিলো চলেছে তারও সঠিক হিসেব এখানে নেই। ভাগ্য ভাল থাকলে ৩০/৪০ হাজার কিলো। ভাগ্য খারাপ থাকলে ১ লাখ প্লাসও হতে পারে। জাপানের রাস্তাঘাট মসৃন হওয়ায় আর রিক্সার খোঁচা না থাকায় গাড়ির কন্ডিশন বোঝা একটু কঠিন বটে। মিটারে যা আছে তার পুরোটাই ভূঁয়া...
ভদ্রলোক এবার ঘাবড়ে গ্যালেন।
মনের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করতে শুরু করে দিল। ভুলই করলেন কিনা...
পরক্ষণেই বললাম, আরে ধুৎ। সব ঠিক আছে। ঘাবড়ানোর কিছু নেই। হাজার হাজার লোক ব্যবহার করছে।
পুরোনো গাড়ি আমদানীতে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে দেশের। চালিয়ে যান....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।