কথা ছিলো
দেখবো দুজনে পাহাড়ী ঝরণা ধারা
কিংবা নিলীমা রাতে চাঁদ, তারা।
কথা ছিলো
গেঁথে দিবে বেলি ফুলের মালা
কাটাব দুজনে নদীতে ভাসিয়ে ভেলা সারাবেলা।
কথা ছিলো
উদাসী হয়ে হারিয়ে যাবো কোনো এক গহীন বনে
গানে গানে, মনে প্রাণে।
কথা ছিলো
ঘুরবো দেশে দেশে
বাউল এর বেশে।
কথা ছিল
সুমুদ্র দেখবো, দেখবো আরও কত ঢেউ
কোনোদিনও জানবে না আমাদের কথা কেউ।
কথার কথা, কথা ই রইল
সব কথার ভাঁটা পড়ল
তীরে ভিরলো না কোনো তরী
তবে বলো আমি এখন কি করি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।