আমাদের কথা খুঁজে নিন

   

অমি রহমান পিয়াল ভাইয়ের ব্যানমুক্তি হয়েছে । স্বাগতম পিয়াল ভাই!!! (আমার পোষ্টে দেয়া পিয়াল ভাইয়ের মন্তব্য)

বন্ধ জানালা, খোলা কপাট !
এই পোষ্ট মন্তব্যটি দেয়া হয়েছে, দেখুন.. ২৮ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২২ অমি রহমান পিয়াল বলেছেন: আন্দোলনে চিড়ে ভেজার মতো অবস্থানে ব্লগ কর্তৃপক্ষ নেই। তারা তাদের নির্দিষ্ট সময় পুরো করেই আমার ব্যান উঠিয়েছেন। তবু শিপন এবং যেসব সুহৃদ আমার প্রতি তাদের ভালোবাসা জানিয়েছেন এই পোস্টে এসে, তাদের প্রতি কৃতজ্ঞতা না জানালে নিজেকে বেইমান মনে হবে। মন্তব্যের খাতায় অনেক প্রাসঙ্গিক ব্যাপারও আলোচনা হয়েছে। কেউ তাদের ক্ষোভও উগড়েছেন আমার আচরণে।

আগে অনেকবার লিখেছি, শেষবারের মতো লিখছি। এই সামহোয়ারে আমাকে গালিবাজ হতে বাধ্য করা হয়েছে। সামহোয়ারকে আপন জেনেছি, আত্মীয় জেনেছি বলেই কখনো ছেড়ে যাইনি। কিন্তু কথা হচ্ছে আমি সামহোয়ারের কতটা আপন? প্রশ্ন এখানে নীতির যার সঙ্গে কোনো আপোষ চলে না। আমি আমার পোস্টগুলো সরিয়ে ফেলেছি।

রেখে দিয়েছি শাহাবুদ্দিন নাগরীর কবিতটা শুধু। সামহোয়ারে সত্যি যেদিন স্বাধীনতার বিরোধীতা বন্ধ হবে, সেদিন নিশ্চয়ই আবার লিখবো। এমন নয় যুদ্ধক্ষেত্রে সতীর্থদের রেখে পালিয়ে যাচ্ছি। তা নয়, তা হবে না। তবে অমি রহমান পিয়াল না লিখুক, লগইন ঠিকই করবে।

আমাদের জন্মযুদ্ধ গ্রুপ থাকবে। শুরুতে আমরা কজন একা লড়েছি। এখন যোদ্ধা অনেক। আমি তাই কোনো আক্ষেপ নিয়ে বিদায় নিচ্ছি না। কেনো ব্লগিং করতে এসে রাজনীতিতে জড়াতে হবে! সাধারণ ব্লগার যে কেউই এই বিরক্তি নিয়েই হতাশায় ভোগেন।

আমিও তো ভাই কবিতা লিখতে এসেছি। হাবিজাবি যাই লিখি, লিখেছি। কিন্তু যখন আমাদের স্বাধীনতা নিয়ে অপরাজনীতি, অপপ্রচার চলে- কিভাবে চুপ থাকি যখন আমার রক্তে মুক্তিযুদ্ধের ধারা! চুপ থাকিনি। আমাকে নানা ভাবে উস্কানো হয়েছে, ব্যান হয়েছি। এবার পরিবারের উপর যখন আসলো, আমিও সহজভাবে নিয়ে পাল্টা নোংরামিতে নামতে পারতাম।

কেন জানি মনে হলো, যাকে নিয়ে ঘটনা- সে এই নোংরামির যোগ্য না। তাই আমি কেনো তাকে কলংকিত করবো! হাশেম পোদ্দার কে আমি এখন জানি। যথাসময়ে সে আমার দেখা ঠিকই পাবে। সেটা আমার সমস্যা, আমি কিভাবে মেটাব আমিই জানি। বাকি থাকে সামহোয়ার কর্তৃপক্ষ।

আমাদের দেশটা বিদেশী বেনিয়াদের হাতে শোষিত হয়েছে বরাবর। তারা সবসময়ই সেই লুটপাটের জন্য সুবিধাবাদী শ্রেনী খুজে নিয়েছে। সামান্য ফায়দার বিনিময়ে সেই সুবিধাবাদীরা তাদের জন্য অন্দরমহল খুলে দিয়েছে, কিংবা পথ দেখিয়ে নিয়ে গেছে সেখানে। সামহোয়ার্ ইন ব্লগে মুক্তিযুদ্ধবিরোধী কিছু হলে তাতে কর্তৃপক্ষের কিছুই আসে যায় না। কারণ তারা কোনোভাবেই এর দ্বারা ক্ষতিগ্রস্থ নন, তাদের ব্যবসা ক্ষতিগ্রস্থ নয়।

জামাত-শিবির এখানে ধর্মের নামে তাদের রাজনৈতিক প্রচারণা চালাবে, একাত্তরে নেতাদের দেশবিরোধী অবস্থান জায়েজ করবে, মুক্তিযুদ্ধের অর্জন গুলোকে কলংকিত করবে। তাতে তাদের কিছুই আসবে যাবে না। সাধারণ ব্লগাররা তাতে প্রতিবাদ হয়তো করবেন। এবং অসহিষ্ঞু হলে আমার মতো ব্যান খাবেন। কারণ সেই অবস্থান খুব চালাকির সঙ্গে এই অপশক্তি করে নিয়েছে।

তাই বলে যুদ্ধ শেষ হয়ে যায়নি। যুদ্ধ তো চলবেই। সে যুদ্ধে আমি নিশ্চয়ই থাকব। এভাবে না হলেও অন্য কোনো ভাবে । .................................... ................................... আমার বক্তব্য- স্বাগতম ! স্বাগতম !! স্বাগতম পিয়াল ভাই !!! কি যে ভাল্লাগছে আপনাকে বুঝাতে পারবোনা ।

ফুলের মালা দিয়ে বরণ করতে ইচ্ছে করছে আপনাকে । প্লীজ পিয়াল ভাই আপনি আমাদেরকে ছেড়ে যাবেন না । অবশ্যই আপনি লিখবেন আমাদের জন্য, দেশ মায়ের জন্য । দেশবিরোধীদের আপনার কলমের ধারালো আঘাতে আহত করার জন্য আপনি লিখবেন, প্লীজ । কথা দিন...প্লীজ ।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।