আমাদের কথা খুঁজে নিন

   

বড় অসময়, আছি খুব বেশী দুঃখে

সুখীমানুষ

বড় অসময়, আছি খুব বেশী দুঃখে দীন, তুচ্ছ বলে সবে ব্যাথা হানে বুকে।। দ্বেষ চোখে চেয়ে থাকি পাখী যবে ওড়ে আমি কেন পারিনা যেতে আমন দূরে।। না জানি কত দিন হলো হাসিনা সুখে।ঐ নক্ষত্রের কোন রাতে খুলি মোর দ্বার চলে যাবো দূ.. ..র দেশে ছেড়ে সংসার।। বুকের জমানো কান্না, ঝড়াবো এ চোখে।ঐ ২৬-১২-০২, প্রেমবাগান। (১৪ আক্ষর)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।