আমাদের কথা খুঁজে নিন

   

= মরু মূর্ছনা

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

কবিতাটি আগে পোষ্ট করেছিলাম কি না সে ব্যাপারে ছিলাম সন্দিহান, অনেক খোঁজাখুঁজি করলাম, পেলাম না, অবশেষে পোষ্ট করলাম। কবিতাটি নিয়ে দু'টি ব্যাপার খুব মনে পড়ছে- এক) প্রেক্ষাপট: রয়েলকমিশনের কর্মস্থলে, তখন সন্ধ্যা নামছিল, মুষলধারা নিয়ে বৃষ্টি এসে দাঁড়ালো, টেলিফোন বাজলো, "ভাইয়্যা, বৃষ্টি এসেছে, বৃষ্টি নিয়ে কবিতা লিখুন", কাব্য হলো। দুই) কবিতাটি তখনকার সময়ের এক পরিচিত নাস্তিক (টাইপ) কবিবন্ধুকে দেখালাম, তিনি 'ঈদ' শব্দটির ব্যবহার নিয়ে আপত্তি তুললেন; আমি বুঝে নিলাম, এ ওনাদের ঐতিহ্য, দীক্ষা, সবিনয়ে ক্ষ্যান্ত দিলাম। গত দিন থেকে মদীনার আকাশে মেঘেরা গড়াগড়ি খাচ্ছিল, মদীনার বাতাস বৃষ্টি-ধোয়া, কবিতা লিখবো বলে বসেছিলাম, কিন্তু কবিতার চেয়েও প্রিয় কারো সাক্ষাত কবিতাকে লাইনে দাঁড়াতে বাধ্য করলো, নতুন কবিতা তার সিরিয়াল পেলে চলে আসবে হয়ত, তাই আপাতত পুরোনো এ বৃষ্টিমুখর কবিতাটি পোষ্ট করলাম। ওগো শোনো ঐ মরু মূর্ছনা বাজে তৃষিতের বুকে করুণার ধারা এ বৃষ্টিমুখর সাঁঝে; রিমঝিম নয়, পাথুরে বালিতে মর্মর উঠে সুর তৃষা নিবারণী পিয়াসী বদন সকরুণ সুমধুর, ময়দানে দোলে পর্বতে জাগে বেদুঈন বালা-কনে অজানা বারির উল্লাস ফোটে নওসবুজের বনে। ধীরে ধীরে বহে অস্ত পবন লোহিতের কোল ঘেরি গাঙ্গচিল আজি নেয়ে নেয়ে করে বাসরী সান্ধ্য-ফেরী, যমীন খুড়িয়া খাঁচাকে ভুলিয়া পতঙ্গ উড়ে ঐ ত্যাগের মহিমা ঈদ এলো যেন শুনো ঐ হৈ রৈ। বারিধারা জমে হেথায় হোথায় জাগিছে মরুদ্যান ওগো শোর করে গাও দয়ার আধার মহিমের জয়গান, চাহিয়া কখনো না চাহিতে যিনি জুড়াইছে তব প্রাণ ভুলেও কখনো ভুলিও না সেই মহানের গুণগান। ১৩.১১.২০০০, রয়েল কমিশন, ইয়ানবো, সৌদি আরব। ছবি: নিজস্ব এবং আজকের সন্ধ্যাকালীন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।