এইখানে শুয়ে থাকে অশরীরী পুরুষ এক ; রাত্রির কোল ঘেঁষে , মৌনতা ভোর কেটে যাবে বলে , ভেনাস তোমাকে ভালবেসে ....
চোখ যায় যতদুর তোমার
ধূসর প্রান্তর থেকে সুদুর সীমানায়;
লোকালয় থেকে গহন অরণ্যে
গোধূলী মেশে যেথায়।
চলে যাও ভেনাস শেষবার
সব তার ছিড়ে দিয়ে।।
পলাশের আগুন সিঁথিতে নিয়ে
হেঁটে যাও তিলোত্তোমায়,
দোতলার জানালা খুলে
মন ঢেকো তুমি হাসনাহেনায়।
হারালো যে পথিক পথের ভুলে
কি লাভ বলো এখন তাকে নিয়ে?
চলে যাও ভেনাস শেষবার
সব তার ছিড়ে দিয়ে।।
উড়ে যায় যে চিল কপোতাক্ষে
শঙ্খচূড়ীর ছন্দতায়,
আকাশ জানাবে সুখবার্তা
তার শিরা -উপশিরায়।
নতুন যদি আসে পূর্ণতা নিয়ে
পুরোনোকে বাঁধবে কোন শূণ্যতা দিয়ে ?
চলে যাও ভেনাস শেষবার
সব তার ছিড়ে দিয়ে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।