টাকার রোজগার না করতে হলে জীবনটা বেশ আশ্বিনের মিষ্টি রোদের সকালেরই মতো ধানী লাল ঘাসের মাঠে শিশির মাড়িয়ে আলতো সুখের পা ফেলে ফেলে হেঁটে বেড়িয়ে কাটিয়ে দিতাম....নদী থেকে নদীতে....মাঠ থেকে মাঠে....সকাল থেকে সন্ধ্যে :] ☆জলন্ত খলিল ভাইয়ের মতো নায়ক হতাম । ☆ইভা চাচির(!) মতো শিল্পী হয়ে গানের সিডি বের করতাম । ☆আরেপিন রুমি ভাইয়ের মতো দুইটা বউ লইয়া সুখে শান্তিতে সংসার করতাম । ☆শাপিগ কানের মতো জাহান্নাম থুক্কু(!) জান্নাত নামের একখান বাড়ি বানাইতাম । ☆সঙ্গীত পরিচালক ইমন ভাইয়ের মতো লিভটুগেদার করতাম (জিনাতের কথা মনে আছে তো?) ☆হৃদয় কানের মতো একটার পর একটা গালপ্রেন্ড পাল্টাতাম। ☆সুমন ভাইয়ের মতো ডিজিটাল কবিরাজ (ভৌতিষ্ট) হয়ে গাড়ির তেল উড়াইতাম ৷ কিন্তু হায় আমার এতো টাকা নাই ।গরিবের এসব সপ্ন দেখাও যে পাপ.!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।