আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে অরিন্দম কহিলা বিষাদে



যেই বেডার নিজের কুনু চরিত্র নাই হেই বেডার চক্কে খালি চরিত্রহীন পড়ে। আমাগো গেরামে এক বেডায় রাস্তা দিয়া যাইতে যতগুলান মাইয়া দেকত বেবাকতেরে কইত জমিলা। কইত জমিলাগো চরিত্র নাই। আসলে ঘটনা অন্য। এক জমিলায় সাহস কইরা ওই বেডার হগল বদমাইসি জাহির কইরা দিছিল।

কইয়া দিছিল গেরামের মাইনসেরে গেরামের নামডাকি ডাক্তার বেডায় কিমুন ফন্দি কইরা মাইয়াগো ফুসলাইতো। ঘটনা এক যুগ আগের একদিন গেরামের বাজারে আইয়া বাজারভরা মাইনসের সামনে ডাক্তার বেডার হগল কতা কইয়া দেয়। ডাক্তার বেডা ত বেক্কল হইয়া গেছে। আরে এই মাইয়া কয় কি? নিজের ইজ্জত মাডি হইয়া যায় দেইক্কা ডাক্তারে ফন্দি করে অহন খেপন লাগবো। না খেপলে পাবলিকে বুইজা ফালাইব।

চট কইরা খেইপ্পা যাওন মানে ডাল মে কুচ কালা হ্যায় এইডা ডাক্তারের মাথার ভিতরে নাই। হে ভাবলো না খেপলে পাবলিকে কইব আমিই দোষী। ডাক্তারে তার ডেরা থিকা হুংকার ছাইড়া বাইরায়- হেই বেডি কাইলকার মাইয়া ! অহনও মুকে দুধের গন্ধ যায় নাই। কি কইতাছস আবুলতাবুল? আমারে কহন দেখলি ছমিরুনের বাড়িতে? জমিলা শাড়ির আঁচল কোমরে গুইজা কয় বেশি চিল্লাইও না ডাক্তার! হেঁ চোরের মার বড় গলা! হেঁ কি মনে করছো? গেরামের হগলতানেরে ফাঁকি দিলেও জমিলার চক্কে ধুলা দিবার পারবানা। মনে আছে তুমি আমারেও ফুসলাইসিলা।

আমি পাত্তা দেই নাই দেইক্কা তুমি সাধু সাইজা আমারে কইসিলা। নজিবর আর বাদলে আমার লগে কতা কইতে চাইলে না করণের লাইগা। কইসিলা গেরামের যেই পোলা কতা কইবার চাইব হেই পোলারে না করনের লিগা! ভুইলা গেছ? আমি সতি মাইয়া নিজের ইজ্জত কেমনে রাহন লাগে হেইডা আমি বুজি। না আমি বরাবর কই। তুমি আমার কাছে সাধু সাজন লাগব না।

তোমার ঘরে বউ থাকতে তুমি কেমনে অবলা ছমিরুনেরে পোয়াতি বানাইলা? কও কও দেহি মাইনসের সামনে কও। ফরফর কতাগুলান কইয়া জমিলা ইট্টু থামে। বাজারে মাইনসে যাইয়া ডাক্তারেরে ঘেরাও করে। ডাক্তারের চক্কু আন্ধার হইয়া যায়। কি কইব না কইব খুইজা পায় না! পাবলিকের হাত থিকা বাঁচনের লিগা বুঁওওওওত কইরা একটা পাদ মাইরা কইল।

আইচ্চা আমার বিচার করবা পরে হগলে আমারে ইট্টু পায়খানায় যাইতে দেও। আমার পেডে গন্ডগোল আইজ সকাল থিকা!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।