আমাদের কথা খুঁজে নিন

   

দেশ মাতার কান্না এবং আমরা....

অদ্ভুত সব স্বপ্ন....আজগুবি সব খেয়াল....বড় হওয়ার বাকি...নাকি আমি এমনি ....পুসকি

মাগো,তুমি আর কেঁদো না আজ এতকাল পর তুমি কাঁদবে তা কখনো ভাবিনি, ভাবার ইচ্ছেও ছিল না। এ তো কেবল শুরু, আরো যে কত কাদাঁবে তোমার সন্তানেরা আরো যে কত বিভীষিকা তুমি দেখবে, তার হিসেবও তুমি আর রাখতে পারবে না এক সময় হয়তো তুমি কাদঁতেও ভুলে যাবে! আমরা এমন দেশ কি চেয়েছিলাম? আশা করেছিলাম কি স্বাধীনতার ,এই করুণ পরিণতি? মাগো কোথায় তোমার সেই সোনার ছেলেরা? তাদের আরেকবার ডাক দাও,আরেকবার জাগিয়ে তোলো। তোমার ভালোবাসার টানে তারা ঝাঁপিয়ে পড়ুক, এই ধ্বংসের খেলা,এই প্রতিহিংসার নারকীয় মেলা বন্ধ করতে। নইলে আমরা এই নতুনেরা হ্য়তো মানুষ হয়ে ওঠার আগেই বিলীন হয়ে যাবো, অসত্য আর অন্যায়ের অতল অন্ধকরে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।